দিল্লীর জয় হিন্দ কলোনিতে তৃণমূলের প্রতিনিধি দল
বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী নাগরিকরা বৈষম্য এবং হয়রানির সম্মুখীন হচ্ছেন। জয় হিন্দ ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধি দল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৬: দিল্লীর জয় হিন্দ কলোনিতে (Jai Hind colony) বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিজেপি সরকারের (BJP government) বিরুদ্ধে। ক্ষমতায় এসেই তারা বাঙালি উচ্ছেদের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। বিভিন্ন রাজ্য থেকে বাংলাভাষীদের হেনস্থার খবর আসছে প্রায়ই। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী (Bengali) নাগরিকরা বারবার বৈষম্য এবং হয়রানির সম্মুখীন হচ্ছেন।
আজ সেই জয় হিন্দ ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূলের (Trinamool Congress) ৩ সদস্যের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন শ্রী সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Ray), শ্রীমতী সাগরিকা ঘোষ (Sagarika Ghose) এবং শ্রী সাকেত গোখলে (Saket Gokhale)। তারা বসন্ত কুঞ্জের (Delhi’s Vasant Kunj) হাজার হাজার বাঙালি বাসিন্দা যারা উচ্ছেদের হুমকির মুখে, তাদের সাথে দেখা করেছেন।
সাংসদ সাগরিকা ঘোষ সাংবাদিকদের জানিয়েছেন, “জয় হিন্দ শিবিরে সকল বাসিন্দাদের কাছেই আধার কার্ড, ভোটার আই কার্ড এবং অন্যান্য পরিচয়পত্র রয়েছে, তবুও বিজেপি সরকার তাদের অবৈধ বাংলাদেশি অভিবাসী বলছে। এটি বিজেপির কৌশল। আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি-নেতৃত্বাধীন সমস্ত রাজ্যে এই অভিবাসী শ্রমিকদের উপর নির্যাতন করা হচ্ছে। এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং দুঃখজনক। আমরা এটা চলতে দেব না।”