প্রচুর সংখ্যক বিদেশি ভোটার Double Engine বিহারে – কোন কোন দেশের লোক দিতেন ভোট?
শনিবার নির্বাচন কমিশন জানিয়েছে, ফর্ম বিলি করার কাজ প্রায় সম্পূর্ণ। যাঁদের নির্দিষ্ট ঠিকানায় পাওয়া গিয়েছে, তাদের ফর্ম দিয়ে দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১৬: বিহারে শুরু হয়েছে ভোটার তালিকার সংশোধনী প্রক্রিয়া। এই প্রক্রিয়া চলাকালীন যাচাই-বাছাইয়ের জন্য বাড়ি বাড়ি যাচ্ছেন নির্বাচন কমিশনের (Election Commission) কর্মকর্তারা। বাছাইয়ের সময় তারা দেখেছেন বিভিন্ন পড়শি দেশের নাগরিকরাও সেখানে বাস করছেন। এই পড়শি দেশগুলোর তালিকায় রয়েছে নেপাল (Nepal), বাংলাদেশ (Bangladesh) এবং মায়ানমার (Myanmar)।
নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে, এই সমস্ত বেআইনি পরিযায়ী শ্রমিকের নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে না। ওই তালিকা প্রকাশ করা হবে ৩০ সেপ্টেম্বর। ১ লা অগস্টের পর থেকে এই সমস্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু হবে। তারপর চূড়ান্ত হবে ভোটার তালিকা।
শনিবার নির্বাচন কমিশন জানিয়েছে, ফর্ম বিলি করার কাজ প্রায় সম্পূর্ণ। যাঁদের নির্দিষ্ট ঠিকানায় পাওয়া গিয়েছে, তাদের ফর্ম দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ৮০.১১ শতাংশ ফর্ম জমাও পড়ে গেছে। অর্থাৎ, প্রতি ৫ জন ভোটারের মধ্যে ৪ জনই ফর্ম জমা দিয়ে দিয়েছেন।
এই বছরের শেষের দিকে বিহারে নির্বাচন হওয়ার কথা । কমিশনের তরফে ১১টি নথির তালিকা প্রকাশ করা হয়েছে, যেগুলি পরিচয়ের প্রমাণ হিসাবে বিবেচিত হবে। এই নথিগুলি ভোটারদের জমা দিতে হবে। তবে এই তালিকায় আধার কার্ড, রেশন কার্ডের মতো সহজলভ্য নথি রাখা হয়নি, যা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে।
২০২৬ সালে অসম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও সব রাজ্যে এই বিশেষ সমীক্ষা বা এসআইআর করার বিষয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন। আগামী ২৮ জুলাই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির দিনই দেশব্যাপী SIR-এর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পারে কমিশন।