ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে পথে নামছেন মমতা

হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেক সহ বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থকরা এই প্রতিবাদ মিছিলে যোগ দেবেন।

July 13, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০১: ভাষা বিতর্ক নিয়ে এখন উত্তাল রাজ্য-রাজনীতি। বিশেষ করে বাংলা বলা, বাঙালি হওয়াই যেন এখন অপরাধ বিজেপি শাসিত রাজ্যে। বাঙালিদের উপর ধারাবাহিক হেনস্তার প্রতিবাদে এবার রাস্তায় নামছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ১৬ জুলাই, দুপুর ১টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটবেন তিনি।

রবিবার সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) জানিয়েছেন। তিনি জানিয়েছেন, হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেক সহ বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থকরা এই প্রতিবাদ মিছিলে যোগ দেবেন। ওই একই দিনে দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তেও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এমনকি দিল্লিতেও তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ করা হবে।

সম্প্রতি ওড়িশা, দিল্লী সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলা বাঙালিদের চরম হেনস্থার অভিযোগ উঠেছে। দিল্লীতে বাঙালিদের বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন করে উচ্ছেদের চেষ্টা চলছে। ভাষা নিয়ে বৈষম্য এবং এনআরসি আতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী এক্স-এ ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার সেই গটনার প্রতিবাদে জনমত গঠনের উদ্দেশ্যেই আন্দোলন করতে তিনি রাস্তায় নামবেন।

চন্দ্রিমা ভট্টাচার্যের ভাষায়, “বাঙালি মানেই কী অপরাধী? বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের সঙ্গে অমানবিক আচরণ হচ্ছে, কেন্দ্র সরকার মদত দিচ্ছে। বাংলার অস্মিতাকে বারবার অপমান করা হচ্ছে — এরই বিরুদ্ধে সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী।”

তিনি বলেন, ‘ভারতের জাতীয় সঙ্গীত ও জাতীয় গীত বাংলা থেকে উদ্ভূত, বাঙালিদের অবদান অনস্বীকার্য। অথচ আজ বাঙালি হওয়া যেন অপরাধ! মধ্যপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র, দিল্লি সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর দমন-পীড়ন চলছে। তিনি আরও দাবি করেন, এসব ঘটনায় কেন্দ্রীয় সরকার পরোক্ষভাবে সাহায্য করছে। ব্রিটিশ আমলেও বাঙালিরা অন্যায়ের বিরুদ্ধে লড়েছিল, আজও বাঙালিরা লড়ছে। ওড়িশায় বহু বাঙালিকে আটক করা হয়েছে। আমাদের দল দিল্লির জামনগরে গিয়েছিল, যেখানে বাঙালিদের জোর করে বিতাড়ন করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না।’

তার অভিযোগ, আসামের মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন বাংলা ভাষায় কথা বললেই তিনি বুঝবেন সেটা ‘বিদেশি’। এ প্রসঙ্গে চন্দ্রিমা কটাক্ষ করে বলেন, ‘তোমাদের কে এই অধিকার দিয়েছে? গণতান্ত্রিক আন্দোলনেরও অধিকার দিচ্ছ না!’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen