Delhi Migrant Workers: দিল্লীতে মদ্যপ চালক পিষে দিল পাঁচ পরিযায়ীকে

পাঁচজনেই রাজস্থানের (Rajasthan) বাসিন্দা, এবং দিল্লিতে দিনমজুরের কাজ করে পরিবার চালাতেন। একরাতেই দুই পরিবার কার্যত ছিন্নভিন্ন হয়ে গেল।

July 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০৪: রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বসন্তবিহারে (Vasant Vihar, Delhi) রাতের অন্ধকারে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ৯ই জুলাই রাত ১:৪৫-এ শিব ক্যাম্পের (Shiva Camp) কাছে ফুটপাথে ঘুমিয়ে থাকা পাঁচজন পরিযায়ী শ্রমিককে পিষে দেয় একটি দ্রুত গতির অডি (Audi) গাড়ি। চালক ছিলেন সম্পূর্ণ মদ্যপ অবস্থায়- নাম উৎসব শেখর (Utsav Shekhar), বয়স ৪০। পুলিশ জানিয়েছে, মেডিক্যাল রিপোর্টে (medical report) তার শরীরে উচ্চমাত্রায় অ্যালকোহল পাওয়া গিয়েছে।

এই দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন লাধি (৪০), তাঁর মেয়ে বিমলা (৮), স্বামী সাবামি ওরফে চিরমা (৪৫), রাম চাঁদ (৪৫) এবং তাঁর স্ত্রী নারায়ণী (৩৫)। পাঁচজনেই রাজস্থানের (Rajasthan) বাসিন্দা, এবং দিল্লিতে দিনমজুরের কাজ করে পরিবার চালাতেন। একরাতেই দুই পরিবার কার্যত ছিন্নভিন্ন হয়ে গেল।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত চালককে গ্রেফতার করা হলেও, প্রশ্ন থেকে যাচ্ছে – এর পর কী?

এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, দিল্লী আজ কতটা বিপজ্জনক হয়ে উঠেছে প্রান্তিক মানুষদের জন্য। দিল্লী পুলিশ (Delhi Police) দোষীকে দ্রুত গ্রেফতার করলেও, এইবারেও কোনও ‘প্রভাব’ খাটবে বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হবে?

একটি গাড়ি মধ্যরাতে, সম্পূর্ণ মদ্যপ অবস্থায় চালানো হচ্ছে – সেই গাড়ি ফুটপাথে ঘুমিয়ে থাকা পরিবারকে পিষে দিচ্ছে, আর শহরের নিরাপত্তা ব্যবস্থা নির্বিকার! প্রশ্ন ওঠে, গরীব, পরিযায়ী শ্রমিকদের জন্য মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে বিজেপি-শাসিত দিল্লী?

বার্তা স্পষ্ট – বিজেপির দিল্লিতে যদি আপনি দরিদ্র হন, ফুটপাথে থাকেন, তাহলে আপনি নিরাপদ নন। আপনি যদি বাংলায় কথা বলেন, আপনার ওপর অকথ্য অত্যাচার করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen