Nationwide SIR: এবার সারা দেশেই শুরু হতে পারে ভোটার লিস্ট রদবদল
বিরোধী দলগুলি এবং একাধিক নাগরিক গোষ্ঠী এই সংশোধনের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে এবং বলেছে যে, এতে বহু বৈধ ভারতীয় নাগরিক ভোটাধিকার হারাতে পারেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩৯: জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) আগামী মাসেই সারা দেশজুড়ে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (Special Intensive Revision – SIR) শুরু করতে পারে, যার প্রস্তুতি ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গিয়েছে।
বিরোধী দলগুলি এবং একাধিক নাগরিক গোষ্ঠী এই সংশোধনের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে এবং বলেছে যে, এতে বহু বৈধ ভারতীয় নাগরিক ভোটাধিকার হারাতে পারেন। কিন্তু সর্বোচ্চ আদালত (Supreme Court) কমিশনকে বিহারে এই প্রক্রিয়া চালিয়ে যেতে অনুমতি দিয়েছে।
এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল ভোটার তালিকা (electoral rolls) থেকে অবৈধ ভিনদেশী অভিবাসীদের (illegal foreign migrants) বাদ দেওয়া। ভোটারদের জন্মস্থান যাচাই করে, যাঁরা ভারতীয় নাগরিক নন, তাঁদের তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
বিহারে ২০০৩ সালের ভোটার তালিকা অনুযায়ী এই সংশোধন প্রক্রিয়া চলছে, কারণ বেশিরভাগ রাজ্যেই ভোটার তালিকা সংশোধন শেষবার হয়েছিল ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে। এখন সারা দেশে এই কাজ শুরু করার প্রস্তুতি চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ২৮শে জুলাইয়ের পর, যখন বিহার সংক্রান্ত মামলার ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে।
বিহারে এই বছর অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন, আর ২০২৬ সালে নির্বাচন হবে আসাম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু ও বাংলায়। এই সব রাজ্যেই বেআইনি অনুপ্রবেশের অভিযোগ দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্কের বিষয়।
এই পরিস্থিতিতে স্পষ্ট, আগামী দিনে সারা দেশের ভোটার তালিকা আরও কঠোর যাচাইয়ের মধ্য দিয়ে যাবে। এতে যেমন বেআইনি অনুপ্রবেশকারীদের ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু হবে, তেমনই বাড়তে পারে বিতর্ক – বিশেষ করে সংখ্যালঘু এবং প্রান্তিক মানুষের ভোটাধিকার নিয়ে। এখন সব নজর ২৮শে জুলাইয়ের দিকে, যেদিন আদালতের রায় পরবর্তী রাজ্যগুলির ভাগ্য নির্ধারণ করবে।