Ujjwal Nikam: কসবকে জেলে বিরিয়ানি খাওয়ানো নিয়ে ভুয়ো খবর রটিয়েছিলেন রাষ্ট্রপতি-মনোনীত উজ্জ্বল নিকম
কসবকে ধরতে আত্মাহুতি দেন মুম্বাই পুলিশের কনস্টেবল তুকারাম ওম্বলে (Tukaram Omble)। এই মামলায় সরকারি কৌঁসুলি হন উজ্জ্বল নিকম।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৬: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) চারজনকে রাজ্যসভায় মনোনীত করেছেন – ইতিহাসবিদ মীনাক্ষী জৈন (Meenakshi Jain), প্রাক্তন আমলা হর্ষবর্ধন শ্রিংলা (Harshvardhan Shringla), সমাজসেবী সি সদানন্দ মান্তে (C Sadanand Mante) এবং আইনজীবী উজ্জ্বল নিকম (Ujjwal Nikam)। কিন্তু জানেন কী যে, উজ্জ্বল নিকম আজমল কসবকে নিয়ে ভুয়ো খবর রটিয়ে বদনাম করেছিলেন তদানীন্তন সরকারের?
মুম্বাইয়ের ২৬/১১ (Mumbai 26/11 attacks) হামলার পর জীবন্ত অবস্থায় ধরা পড়ে সন্ত্রাসবাদী আজমল কসব (Ajmal Kasab)। কসবকে ধরতে আত্মাহুতি দেন মুম্বাই পুলিশের কনস্টেবল তুকারাম ওম্বলে (Tukaram Omble)। এই মামলায় সরকারি কৌঁসুলি (public prosecutor) হন উজ্জ্বল নিকম। তখন হঠাৎ একটি রটনা নিয়ে দেশে হুলুস্থুল পড়ে যায় – কসবকে জেলে মটন বিরিয়ানি (Biryani) খাওয়ানো হচ্ছে!
পরে, ২০১৫ সালে অবশ্য উজ্জ্বল নিকম জানিয়েছিলেন যে, আজমল কসবকে জেলবন্দি অবস্থায় মটন বিরিয়ানি খাওয়ানো হয়েছিল – এই দাবি আদৌ সত্য ছিল না, বরং তা ছিল সম্পূর্ণ মনগড়া।
এক আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী সম্মেলনের (International Counterterrorism Conference) ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিকম বলেন, “কসব কখনও জেলে মটন বিরিয়ানি চায়নি, আর সরকারও তাকে কখনও বিরিয়ানি দেয়নি। আমি নিজেই এই গল্প বানিয়েছিলাম।”
তাঁর ব্যাখ্যা ছিল, বিচারপর্ব চলাকালীন কাসবের প্রতি এক ধরণের সহানুভূতির আবহ তৈরি হচ্ছিল – তা ভাঙতেই তিনি এই বিরিয়ানির গল্পটি প্রচার করেছিলেন।
২০১৪-এ নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রচারে বারংবার এই ‘বিরিয়ানি’-র গল্পটি উত্থাপিত হয়েছিল। জনমানসে কংগ্রেস-বিরোধী (anti-Congress) হাওয়া তৈরি করতে এই কাহিনীকে ব্যবহার করেছিল বিজেপি। যে গল্প সর্বৈব মিথ্যা।
উজ্জ্বল নিকমকে ২০২৪ সালে লোকসভার (Lok Sabha) টিকিট দেয় বিজেপি, এবং এবার তিনি রাষ্ট্রপতির মনোনয়নে প্রবেশ করবেন রাজ্যসভায় (Rajya Sabha)। পর্যবেক্ষকদের মতে, কসবকে নিয়ে ফাঁদা গল্পের জন্য এখনো পুরস্কৃত হচ্ছেন নিকম।