Airplane Crash: আহমেদাবাদের পর আবার ভয়াবহ বিমান দুর্ঘটনা, এবার কোথায়?

July 14, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: রবিবার বিকেলে ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত লন্ডন সাউথএন্ড বিমানবন্দরে (London Southend Airport) একটি ছোট বিমান ভেঙে পড়ে, যার জেরে বিমানবন্দরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দুর্ঘটনার পরপরই বিমানবন্দরের সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এবং উদ্ধার অভিযান (emergency response) শুরু করে পুলিশ, দমকল ও অ্যাম্বুলেন্স বাহিনী।

এসেক্স পুলিশ (Essex Police) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩:৫৮ নাগাদ (BST), সাউথএন্ড-অন-সি (Southend-on-Sea) এলাকায় একটি ১২-মিটার দৈর্ঘ্যের ছোট বিমান আগুনে জ্বলছে – এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছন।

দুর্ঘটনার ফলে আকাশে দেখা যায় ঘন কালো ধোঁয়া, এবং এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে তীব্র উদ্বেগ। দমকল ও অ্যাম্বুলেন্স দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায়।

সাউথএন্ড বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিৎ করেছে, ভেঙে পড়া বিমানটি একটি সাধারণ এভিয়েশন বিমান (general aviation aircraft)। এই দুর্ঘটনার জেরে রবিবার বিকেলে নির্ধারিত চারটি বাণিজ্যিক ফ্লাইট (commercial flights) বাতিল করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen