Saina Nehwal: বিচ্ছেদ সাইনা-কাশ্যপের! মন খারাপ ভক্তদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪০: ভারতীয় ব্যাডমিন্টনের একসময়ের সেরা জুটি এবার আলাদা হতে চলেছেন। ২০১৮ সালের ১৪ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতের অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল ও পারুপল্লি কাশ্যপ। তবে সাত বছরের দাম্পত্যজীবনে ইতি টানলেন অলিম্পিক ব্রোঞ্জজয়ী শাটলার সাইনা নেহওয়াল। নিজের ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে জানালেন তাঁদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা।
সাইনা লেখেন, “জীবন মাঝেমধ্যে আমাদের বিভিন্ন পথে নিয়ে যায়। অনেক চিন্তার পর কাশ্যপ এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একে অপরের জন্য শান্তি, আত্মবিকাশ ও নিরাময়কেই বেছে নিচ্ছি। আমাদের একসঙ্গে কাটানো সমস্ত স্মৃতির জন্য আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতের জন্য একে অপরের মঙ্গল ছাড়া আর কিছুই চাই না। আমাদের বোঝার জন্য এবং গোপনীয়তা রক্ষা করার জন্য ধন্যবাদ।”

২০০৫ সাল থেকে হায়দরাবাদের গোপীচাঁদ ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে একসঙ্গে অনুশীলন করতেন সাইনা ও কাশ্যপ। প্রায় এক দশকের প্রেমের পরে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে এই বিচ্ছেদের খবরে মর্মাহত তাঁদের ভক্তরা।
সাইনা নেহওয়াল ২০০৮ সালে বিডব্লিউএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন হন। একই বছর অলিম্পিকে অভিষেক ঘটে তাঁর, যেখানে তিনি কোয়ার্টার ফাইনালে পৌঁছান। ২০১২ সালে ইতিহাস গড়ে অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন ভারতের জন্য। এর আগেই তিনি দেশের একাধিক বড় সম্মানে ভূষিত হয়েছিলেন— যেমন অর্জুন পুরস্কার (২০০৯), রাজীব গান্ধী খেলরত্ন (২০১০)। তিনি একমাত্র ভারতীয় মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে বিশ্বের এক নম্বর স্থানও অধিকার করেছিলেন।
অন্যদিকে, কাশ্যপ ২০১২ সালের লন্ডন অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় পুরুষ শাটলার। ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে তিনি জেতেন সোনা। ২০১৩ সালে তিনি পৌঁছান নিজের ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং, বিশ্বে ছয় নম্বরে। ২০২৪ সালে পেশাদার খেলার জীবন থেকে অবসর নেন এবং এরপর কোচিং পেশায় যোগ দেন।