বিজেপিতে করোনার থাবা, আক্রান্ত অগ্নিমিত্রা পল

অগ্নিমিত্রা পলের আগেও বাংলায় বেশ কয়েকজন বিজেপি নেতা-সাংসদ করোনা আক্রান্ত হয়েছেন।

September 27, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

ফের করোনা (Coronavirus) থাবা বসাল বঙ্গ বিজেপির অন্দরে। এবার আক্রান্ত মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। নিজেই টুইটে দুঃসংবাদটি জানিয়েছেন তিনি।

রবিবার সকাল পৌনে ন’টা নাগাদ একটি টুইট করেন অগ্নিমিত্রা পল। জানান, তাঁর শরীরে অস্তিত্ব মিলেছে মারণ ভাইরাসের। পাশাপাশি, শেষ ৫ দিনে যে বা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদের প্রত্যেককে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেন বিজেপি নেত্রী। অগ্নিমিত্রা পলের আগেও বাংলায় বেশ কয়েকজন বিজেপি নেতা-সাংসদ করোনা আক্রান্ত হয়েছেন। কোভিডকে হারিয়ে সুস্থ হয়ে ঘরেও ফিরেছেন তাঁরা। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ কয়েকজনও আক্রান্ত হয়েছিলেন।

প্রসঙ্গত, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৪৪ হাজার ২৪০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮১ জন। যার মধ্যে শুধু কলকাতায় ৬৬৮ জনের শরীরে সংক্রমিত ভাইরাস। উত্তর ২৪ পরগনায় চেহারাটা বেশ ভয়াবহ। একদিনে সে জেলায় আক্রান্ত ৬৯৮ জন। এরপরই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (১৯৪), হাওড়া (১৭০), পশ্চিম মেদিনীপুর (১৪৬) ও হুগলি (১৪০)। তবে পূর্ব বর্ধমান (৫৬), বীরভূম (৭৭), পুরুলিয়া (৫৩) জেলায় সংক্রমিতের সংখ্যা আগের তুলনায় কম। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen