দেশ বিভাগে ফিরে যান

কৃষ্ণ জন্মভূমি বিতর্ক পৌঁছলো আদালতে

September 27, 2020 | < 1 min read

রাম জন্মভূমির পর এবার কি বিজেপি, সঙ্ঘ পরিবারের লক্ষ্য কৃষ্ণ জন্মভূমি? মথুরার এক আদালতে মামলা দায়ের হতেই এমন প্রশ্ন মাথাচাড়া দিয়েছে। কৃষ্ণ জন্মভূমির ১৩.৩৭ একর জমির মালিকানা চেয়ে আদালতে গিয়েছে শ্রীকৃষ্ণ বিরাজমান। পাশাপাশি, এলাকায় অবস্থিত শাহি ঈদগাহ মসজিদ সরানোরও দাবি জানিয়েছে তারা।


শ্রীকৃষ্ণ বিরাজমানের হয়ে শুক্রবার আদালতে মামলাটি দায়ের করেছেন বিষ্ণু জৈন। আবেদনে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ কংস রাজার কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। পুরো এলাকাটি কাটরা কেশব দেব নামে পরিচিত। মসজিদ ঈদগাহ ট্রাস্টের ম্যানেজমেন্ট কমিটির তৈরি পরিকাঠামোর নীচেই রয়েছে শ্রীকৃষ্ণের জন্মস্থান।

মথুরায় কৃষ্ণের মন্দির ধ্বংসের জন্য মামলাকারী মুঘল শাসক ঔরঙ্গজেবকে দায়ী করেছেন। আবেদনে লেখা হয়েছে, ১৬৫৮-১৭০৭ পর্যন্ত ভারত শাসন করেছিলেন ঔরঙ্গজেব। উনি ছিলেন ইসলামের অন্ধ সমর্থক। তাই ঔরঙ্গজেব সেনাবাহিনীকে দেশের বহু হিন্দু ধর্মস্থান ও মন্দির ধ্বংসের নির্দেশ দিয়েছিলেন। সেইমতো ১৬৬৯-৭০ সালের মধ্যে মথুরায় কাটরা কেশব দেবে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমির মন্দির ভেঙে দেওয়া হয়েছিল।

এরপরেই শাহি ঈদগাহ মসজিদ সরানোর দাবি জানিয়েছেন বিষ্ণু জৈন। প্রসঙ্গত, গত বছর সুপ্রিম কোর্টের রায়ে শতক পুরনো রাম জন্মভূমি বিতর্কের অবসান হয়েছে। সেইমতো ৫ আগস্ট থেকে রামমন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ram Mandir, #krishna

আরো দেখুন