নবান্নে অসুস্থ হয়ে পড়লেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে

মাথা ঘুরতে থাকে বলে খবর। মন্ত্রী অসুস্থ বোধ করছেন, সেটি সকলেরই নজরে পড়ে। তড়িঘড়ি চিকিৎসকদের ডেকে পাঠানো হয়।

July 14, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২২: আজ, সোমবার দুপুরে নবান্নে (Nabanna) ক্যাবিনেট বৈঠকের পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজ্যে মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী (Biplab Roy Chowdhury)। মাথা ঘুরতে থাকে বলে খবর। মন্ত্রী অসুস্থ বোধ করছেন, সেটি সকলেরই নজরে পড়ে। তড়িঘড়ি চিকিৎসকদের ডেকে পাঠানো হয়। চিকিৎসকরা সেখানে গিয়ে দ্রুত মন্ত্রীর স্বাস্থ্যপরীক্ষা করেন। আচমকাই মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর রক্তচাপ বেড়ে গিয়েছিল বলে খবর। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা হয় সেখানেই।

এরপরই বিপ্লব রায়চৌধুরীকে এসএসকেএম হাসপাতালে দ্রুত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নবান্ন থেকে মন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয়। সেখানেই মন্ত্রীর প্রাথমিক চিকিৎসা শুরু হয়। শারীরিক পরীক্ষা-নীরিক্ষাও চলে বলে খবর।

২০২২ সালে অগস্ট মাস থেকে মৎস্য দপ্তরের দায়িত্ব পান বিপ্লব। তিনি যে দক্ষ হাতে মৎস্য দফতর পরিচালনা করেন, তা এক কথায় সকলেই স্বীকার করেন। কিন্তু চমকপ্রদ বিষয় হল, ৩০ বছর ধরে মুখে মাছ তোলেন না রাজ্যের মৎস্য মন্ত্রী! এমনকী খান না পেঁয়াজ-রসুনও। তবে দপ্তর চালান নিষ্ঠার সঙ্গে, জানেন মাছ সম্পর্কে খুঁটিনাটি বিষয়ও।

কিন্তু কেন মাছ খান না বিপ্লব? পাঁশকুড়া পূর্বের বিধায়কের কথায়, ৩০ বছর আগে মাছ খাওয়া ছেড়েছেন তিনি। এর পেছনে আছে ব্যক্তিগত কারণ। বাবার মৃত্যুর পর মন্ত্রীর মা ঠিক করেন আর মাছ খাবেন না। মায়ের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি। সেই থেকেই মায়ের সঙ্গে নিজেও মাছ ছাড়েন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen