Mamata Banerjee’s cabinet took decision: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতদের পরিবারের ১ সদস্যকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪৯: রাজ্য মন্ত্রিসভার বড়সড় সিদ্ধান্ত। ২০২৩ সালে ঘটে ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের ভয়ঙ্কর দুর্ঘটনা! জানা গিয়েছে, সেই রেল দুর্ঘটনায় ১৩ জন নিহতের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। পাশাপাশি এরাজ্যে রেলের কোচ তৈরির সংস্থাকে জমি দেওয়ারও ও সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নবান্ন সূত্রে খবর, টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের যে কারখানাটি রয়েছে, তা সম্প্রসারণের জন্য ৪০.০৯ একর জমি দেওয়া হবে। ৯৯ বছরের লিজ়ে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জমির দাম ধরা হয়েছে ১২৬ কোটি টাকা। ওই জমি উত্তরপাড়ায় ৩৪ একর জমির ঠিক পাশে অবস্থিত।
বিধবা ও বার্ধক্য ভাতা প্রদানে প্রক্রিয়াগত পরিবর্তনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। এত দিন পর্যন্ত কলকাতা পুর এলাকায় এই ভাতা অনুমোদনের দায়িত্বে ছিল সমাজকল্যাণ দপ্তর। এখন থেকে এই দায়িত্ব পালন করবেন কলকাতা পুরসভার কমিশনার।