Bihar Voter List: লাখ লাখ নাম বাদ যাচ্ছে! ভোটার তালিকা সংশোধন নিয়ে এখন চিন্তিত বিহার বিজেপি’ও

July 15, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: ভোটমুখী বিহারে চলছে ভোটার তালিকা সংশোধন (Special Intensive Revision of voter list)। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রায় ৬ কোটি ৬০ লাখ ভোটার রিভিউ ফর্ম পূরণ করেছেন। যা মোট ভোটারের ৮৮.১৮ শতাংশ। ২৫ জুলাই পর্যন্ত ফর্ম পূরণের সময় রয়েছে।

প্রাথমিকভাবে খবর, বিহারের (Bihar) বর্তমান ভোটার তালিকা থেকে ৩৯ লাখ ভোটারের নাম বাদ যেতে পারে। তারা ভারতীয় নন বলে কমিশনের বুথ লেভেল অফিসারের চিহ্নিত করেছে। ঘটনা হল, এই পরিসংখ্যান জানার পর বিহারের পদ্ম শিবিরের নেতাদের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে।

বিজেপি নেতারা জানতে পেরেছেন, বাদ দেওয়ার জন্য চিহ্নিত ৩৯ লাখের মধ্যে কয়েক লাখ ভোটার আছেন যারা বিগত বহু বছর যাবত বিজেপিতে (BJP) ভোট দিয়ে আসছে। এই সমস্যা জানার পর বিহার বিজেপির সাংগঠনিক সম্পাদক ভিখু ভাই দালসানিয়া সোমবার দলের ২৬জন পদাধিকারীর সঙ্গে বৈঠক করেছেন। এই পদাধিকারীরা দলের তরফে ভোটার তালিকা সংশোধনের কাজ তদারকির দায়িত্বে আছেন।

তাঁরা দলকে জানিয়েছেন, বিএলও বা বুথস্তরের অফিসারেরা যে মানদণ্ডে নাগরিকত্ব যাচাই করছেন তা মোটেই গ্রহণযোগ্য নয়। নানা কারণে অনেক পরিবার উপযুক্ত নথিপত্র দেখাতে পারছেন না। কিন্তু তারা যে প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতে বসবাস করছেন তা নিয়ে কোনও সংশয় নেই। প্রতিবেশীরা তাদের হয়ে সাক্ষ্য দিলেও বিএলও-দের হাত-পা বাঁধা। তাঁরা নথির অভাবে নাম কালো তালিকাভুক্ত করছেন।

উল্লেখ্য, ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) বা বিশেষ সংশোধন নিয়ে বিদ্রোহ বাড়ছে বিরোধীদের মধ্যে। বিধানসভা নির্বাচনের আগে বিহারে সবার আগে এই বিশেষ পদক্ষেপ শুরু করেছে কমিশন। সে রাজ্য থেকেই সবচেয়ে বেশি প্রতিবাদও শুরু হয়েছে। বিহারের ১১টি বিরোধী রাজনৈতিক দল একযোগে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে গিয়েছিল এসআইআর নিয়ে। তাঁদের দাবি, এই প্রক্রিয়া আসলে ভোটবন্দি করার চেষ্টা। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ’বিষয়ে প্রথম থেকেই সরব হয়েছেন। কমিশনকে ঠেকাতে মামলা হয়েছে সুপ্রিম কোর্টেও (Supreme court)।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen