মাত্র ২৭ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ! ম্যাচে একাধিক রেকর্ডের ছড়াছড়ি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৫: অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্টে লজ্জার মুখে ক্যারিবিয়ানরা! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে অলআউট হয়ে লজ্জার নজির গড়ল ওয়েস্ট ইন্ডিজ দল। মিচেল স্টার্ক এবং স্কট বোলান্ডদের বিধ্বংসী বোলিংয়ের সামনে কার্যত দাঁড়াতেই পারলেন না ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা।
এই ইনিংসে একাধিক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। একনজরে দেখে নেওয়া যাক কী কী কীর্তি ঘটলো এই ম্যাচে।
:- একই ইনিংসে সাতজন ব্যাটার শূন্য রানে আউট হয়ে সাজ ঘরে ফিরেছেন, যা বিশ্ব টেস্ট ইতিহাসে এই প্রথম। এত দিন এই রেকর্ড ছিল পাকিস্তানের দখলে, ১৯৮০ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ৬জন প্লেয়ার শূন্য রানে আউট হয়ে ফিরেছিলেন।
টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করে আরও এক ‘লজ্জার রেকর্ড’-এর খাতায় নাম লেখাল ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে ১৪.৩ ওভারে মাত্র ২৭ রানে অলআউট হয় তাঁরা। এর আগে একমাত্র নিউজ়িল্যান্ড ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬ রানে অলআউট হয়েছিল, যা এখনও পর্যন্ত সবচেয়ে কম স্কোর।
-: এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে তারকা বোলার মিচেল স্টার্ক মাত্র ১৫ বলে নিয়েছেন ৫ উইকেট। যার ফলে তিনি তৈরি করেছেন এক নতুন রেকর্ড। টেস্ট ইতিহাসে এত কম বলে এর আগে কেউ কখনও ৫ উইকেট নেননি। আগে রেকর্ডের মালিক ছিলেন ১৯৪৭ সালে আর্নি টোশাকের, যিনি ১৯ বলে ভারতের বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
তবে এখানেই শেষ নয়। গোলাপি বলে হওয়া দিন-রাতের টেস্টে প্রথম হ্যাটট্রিক করলেন স্কট বোলান্ড। নিজের স্পেলের দ্বিতীয় ওভারের প্রথম তিন বলেই ফিরিয়ে দেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান জাস্টিন গ্রিভস, শামার জোসেফ এবং জোমেল ওয়ারিকানকে।
এই ম্যাচে হ্যাটট্রিকের পড়ে বোলান্ড ঢুকে পরলেন অস্ট্রেলিয়ার ইতিহাসের দশম হ্যাটট্রিককারী বোলারে হিসেবে। পিটার সিডলের পরে, দীর্ঘ ১৫ বছর পর কোনও অজি বোলার টেস্টে হ্যাটট্রিক করলেন।
অস্ট্রেলিয়ার কাছে এই টেস্ট শুধুই একটি জয় নয়, একাধিক রেকর্ডের ভাঙ্গা গড়ার ম্যাচ হিসাবে সাক্ষী থাকবে ইতিহাসে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য একটি কালো দিন হিসেবে লেখা থাকবে এই দিনটা।