Chhattisgarh: ছত্তিশগড়ে বাংলার ৯ শ্রমিককে বেআইনিভাবে গ্রেপ্তার, আবার বাঙালিকে হেনস্থা বিজেপির রাজ্যে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৫: ছত্তিশগড়ের (Chhattisgarh) বস্তার (Bastar) অঞ্চলের কন্ডাগাঁও (Kondagaon) জেলায় বাংলার (West Bengal) ৯জন পরিযায়ী শ্রমিককে দিনের পর দিন আটক করে রেখেছিল পুলিশ। অভিযোগ, তাঁরা স্থানীয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় নথিপত্র (documents) জমা না দিয়েই ওই অঞ্চলে থাকছিলেন। তবে পরিবার ও সহকর্মীদের দাবি, শ্রমিকরা বৈধভাবে কাজের সন্ধানে গিয়েছিলেন এবং এমন কোনও নিয়ম ভাঙার অভিযোগ সঠিক নয়।
সোমবার, ছত্তিশগড় হাইকোর্টে (Chhattisgarh High Court) একটি হিবিয়াস কর্পাস (Habeas Corpus) পিটিশন দায়ের করা হলে তড়িঘড়ি নড়েচড়ে বসে প্রশাসন। পরে সন্ধ্যাবেলা কন্ডাগাঁও পুলিশ জানায়, জেলা প্রশাসনের একটি চিঠির ভিত্তিতে ওই শ্রমিকদের মুক্তি দেওয়া হয়েছে।
তবে এই পুরো ঘটনাকে ঘিরে উঠেছে এক গুরুতর প্রশ্ন – কেন কোনও গ্রেফতারি পরোয়ানা ছাড়াই শ্রমিকদের দিনের পর দিন আটক করে রাখা হল? শুধুমাত্র পরিচয়পত্র না থাকার অভিযোগে মানুষকে এভাবে তুলে নিয়ে যাওয়া ও গোপনে আটকে রাখা কোনও সাধারণ প্রশাসনিক পদক্ষেপ নয়। এটি রাষ্ট্র পৃষ্ঠপোষিত অপহরণ (State Sponsored Kidnapping) ছাড়া আর কিছুই নয়। বাংলার শ্রমিকদের একের পর এক বিজেপি-শাসিত রাজ্যে এইভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে।
এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন মানবাধিকার কর্মীরা ও শ্রমিক সংগঠনগুলি। তাঁদের দাবি, দেশের ভিতরে একটি রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া কোনও নাগরিকের মৌলিক অধিকার। এই অধিকারকে অস্বীকার করে পুলিশ-প্রশাসনের এই ধরণের দমনমূলক পদক্ষেপ গণতান্ত্রিক কাঠামোর পরিপন্থী।