পাক রাজনীতিতে নয়া মোড়, পিতার মুক্তির দাবিতে এবার রাজনীতির ময়দানে ইমরান-পুত্ররা?
তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০২৩ সাল থেকে কারাগারে ইমরান। তাঁর বিরুদ্ধে দেড়শোরও বেশি মামলা চলেছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০৫: ইতিহাসের মোড় ঘোরাতে মাঠে নামছে ইমরান খানের পুত্ররা! আগামী ৫ অগস্ট, লাহোরের রাজপথে দেখা যাবে এক ঐতিহাসিক দৃশ্য। এক বিশাল বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিতে যাচ্ছেন ইমরান খানের দুই ছেলে সুলেমান ইসা ও কাসিম। প্রথমবারের মতো তাঁদের একটাই দাবি পিতার মুক্তি।
তাঁরা এতদিন রাজনীতি থেকে দূরে থাকলেও, বাবার বন্দি দশা এবং তাঁর সঙ্গে যোগাযোগে নিষেধাজ্ঞা তাঁদের রাজপথে নামতে বাধ্য করেছে। ইমরানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ এক টুইটে অভিযোগ করেন, ছেলেরা তাঁদের বাবার সঙ্গে ফোনেও কথা বলতে পারছে না। এমনকি পাকিস্তান গেলে তাদেরও গ্রেপ্তার করা হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে।

সম্প্রতি কাসিম খান এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “আমাদের বাবা আমাদের কাছে না থেকে দেশকে বেছে নিয়েছেন। তিনি ন্যায়বিচারের জন্য লড়ছেন, আর সেই কারণেই তাঁকে অন্ধকার কারাগারে বন্দি রাখা হয়েছে।”

উল্লেখ্য, তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০২৩ সাল থেকে কারাগারে ইমরান। তাঁর বিরুদ্ধে দেড়শোরও বেশি মামলা চলেছে, যেগুলিকে তেহরিক-ই-ইনসাফ (PTI)-এর দাবি অনুযায়ী রাজনৈতিক প্রতিহিংসা বলেই মনে করা হচ্ছে। আইনজীবীদের অভিযোগ, জেলে ইমরানের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের মতো আচরণ করা হচ্ছে।
এর আগে মে মাসে জনসমক্ষে বাবার পক্ষে মুখ খুলেছিলেন ইমরান খানের দুই ছেলে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে কারামুক্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছিলেন সুলেমান খান (২৭) ও কাসিম খান (২৬)। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি বাবার মুক্তির আর্জি জানিয়ে আন্তর্জাতিক মহলের কাছেও আবেদন জানিয়েছিলেন তাঁরা।
পিটিআই সূত্রে জানা গেছে, এই প্রতিবাদ শুধু পাকিস্তানে নয়, আন্তর্জাতিক মহলেও তুলে ধরা হবে। নিউজিল্যান্ডে একটি পিটিশন দাখিল হয়েছে এবং আমেরিকায়ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হবে।