বাংলার কত সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হবে, আগাম ঘোষণাও শুরু করে দিলেন গেরুয়া নেতারা, উঠছে প্রশ্ন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:০০: স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) শুরু হওয়ার আগেই ভোটার তালিকা থেকে ১৭ লক্ষ নাম বাদ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তাঁর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক।
বিহারে (Bihar) এসআইআরের (SIR) নামে ইতিমধ্যেই বাদ পড়েছে প্রায় সাড়ে ৩৫ লক্ষ ভোটার। বাংলায়ও একই পথে হাঁটতে চলেছে বিজেপি—এই আশঙ্কা প্রকাশ করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
এ প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, ‘নির্বাচন কমিশন যেন বিজেপির দালালি না করে। প্রত্যাশা তারা নিরপেক্ষভাবে কাজ করবে। বিহারে ৩০ লক্ষেরও বেশি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। বাংলাতেও ওরা (BJP) ষড়যন্ত্র করছে। কিন্তু ওদের মনে রাখা উচিত, এটা বাংলা। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়ব না!’
তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার দাবি করেছেন, বিজেপি রাজ্যজুড়ে ভোট সমীক্ষা চালিয়েছে একটি বেসরকারি সংস্থা ‘এবিএম’-এর মাধ্যমে। তাঁর মতে, এই সংস্থাই ২০২১ ও ২০২৪ সালের নির্বাচনে বিজেপির হয়ে সমীক্ষা চালিয়েছিল। এবারে সেই সংস্থার দেওয়া রিপোর্টই সরাসরি নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিজেপি। আর সেই রিপোর্টের ভিত্তিতেই প্রায় ১৭ লক্ষ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি। জয়প্রকাশবাবুর অভিযোগ, এর মাধ্যমে নির্বাচন কমিশনের ছত্রছায়ায় বাংলায় রাজনৈতিক আগ্রাসন শুরু করেছে বিজেপি।
বলা বাহুল্য, ইতিমধ্যেই বিজেপি (BJP) নেতৃত্ব বাংলায় কোন কোন ভোটারদের বাদ দেওয়া হবে সেই তালিকা কমিশনের কাছে জমা দিয়েছে। তবে বিরোধীদের আশঙ্কা, ভোটার তালিকা বিশুদ্ধিকরণের নামে আসলে চালানো হতে পারে ‘Ethnic cleansing’।
আগামী মাস থেকে রাজ্যে শুরু হচ্ছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (Special Intensive Revision-SIR)। তার আগেই বিজেপির এ ধরনের ঘোষণা শুধুই আগাম প্রস্তুতি, না কি ভয়ঙ্কর ষড়যন্ত্র? প্রশ্ন উঠছে রাজনীতির মহলে।