মুখ্যমন্ত্রীর পাঠানো তালিকা অনুযায়ী উপাচার্য নিয়োগ, জানাল সুপ্রিম কোর্ট

শীর্ষ আদালত জানায়, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার যে নামের তালিকা পাঠিয়েছিল, নিয়োগপ্রাপ্তরা সেই তালিকা থেকেই এসেছেন।

July 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৮: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (Vice-Chancellor) নিয়োগ নিয়ে চলতে থাকা আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। প্রাক্তন বিচারপতি উদয় উমেশ ললিত কমিটির রিপোর্টের ভিত্তিতে বিচারপতি সূর্যকান্ত জানান, মুখ্যমন্ত্রীর পাঠানো তালিকা মেনেই উপাচার্য নিয়োগ হয়েছে, সমস্যা ছিল শুধুমাত্র কিছু বিশ্ববিদ্যালয়কে ঘিরে। বিচারপতির এই মন্তব্য রাজ্য সরকারকে খানিক স্বস্তি দিলেও, চূড়ান্ত রায় এখনও হয়নি। মামলার পরবর্তী শুনানি হবে ১০ দিন পর। শীর্ষ আদালত জানায়, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার যে নামের তালিকা পাঠিয়েছিল, নিয়োগপ্রাপ্তরা সেই তালিকা থেকেই এসেছেন।

অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্য-রাজ্যপালের টানাপোড়েন চলছিল। সেই মামলা সুপ্রীম কোর্ট পর্যন্ত গড়ায়। ২০২৪-এর জুলাই মাসে প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের নেতৃত্বে ‘সার্চ-কাম-সিলেকশন কমিটি’ (Search-cum-Selection Committee) গঠন করা হয়েছিল। এক নির্দেশিকায় বলা হয়েছিল, উপাচার্যদের নামের তালিকা মুখ্যমন্ত্রীকে দেবে ওই কমিটি। পরবর্তী সময়ে রাজ্যপাল শীর্ষ আদালতে জানান, তালিকা ধরে নিয়োগ প্রক্রিয়ায় কিছু সমস্যা হচ্ছে । এরপরই ওই সার্চ কমিটির কাছে রিপোর্ট তলব করে আদালত।

উল্লেখ্য, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আইন ও ইউজিসি (UGC) গাইডলাইনের সঙ্গে রাজ্যের বিশ্ববিদ্যালয় আইন কীভাবে সমন্বয় করবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজ্য-পাল সংঘাত ও বিশ্ববিদ্যালয় আইন বিতর্কে এই মন্তব্য কতটা মোড় ঘোরাতে পারে, তা দেখার অপেক্ষা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen