বিজেপির কাছে সুবর্ণ সুযোগ, একজন দলিতকে প্রধানমন্ত্রী করার, মোদীর অবসর বিতর্ক নিয়ে খোঁচা কংগ্রেসের
২০২৯ সাল পর্যন্ত তিনিই প্রধানমন্ত্রী ও সক্রিয় রাজনীতিতে থাকবেন। তবে সেটাতে সংঘের আপত্তি থাকবে, সেরকম ইঙ্গিতই মিলল ভাগবতের কথায়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,২০:৫৫: সরসংঘচালক মোহন ভাগবত (Mohan Bhagwat) সপ্তাহখানেক আগে বলেছিলেন, ‘‘যখন ৭৫ বছর বয়সে আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝে যাবেন এবার আপনাকে থামতে হবে। অন্যের জন্য কাজের জায়গা ছেড়ে দিতে হবে।” তবে মোদীর অবসর নিয়ে এমন কথা উঠলেই রে রে করে মাঠে নেমে পড়ে বিজেপি (BJP) নেতৃত্ব। গতবছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, ৭৫ বছর বয়সে অবসর নিতে হবে, বিজেপির (BJP) সংবিধানে এমন কোনও আইন নেই। সেই মতো মোদীও ৭৫ বছরে অবসর নেবেন, এমন কোনও সম্ভাবনাই নেই। ২০২৯ সাল পর্যন্ত তিনিই প্রধানমন্ত্রী ও সক্রিয় রাজনীতিতে থাকবেন। তবে সেটাতে সংঘের আপত্তি থাকবে, সেরকম ইঙ্গিতই মিলল ভাগবতের কথায়।
ভাগবতের ওই মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসের (Congress) মুখপাত্র জয়রাম রমেশ (Jairam Ramesh) থেকে শুরু করে নেতা পবন খেরা-সকলেই খোঁচা দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। দুজনেরই ঝোলা গুটিয়ে বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে, এমনটাই মত ছিল কংগ্রেসের। এবার আরও একধাপ এগিয়ে বিজেপিকে তোপ দাগলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত তো ইঙ্গিত করেই দিয়েছেন ৭৫ বছর বয়সি প্রধানমন্ত্রীর রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত। এটাই বিজেপির কাছে সুবর্ণ সুযোগ, একজন দলিতকে প্রধানমন্ত্রী করার।’