ভুয়ো UPI স্ক্রিনশট দেখিয়ে লক্ষাধিক টাকার গয়না আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার বারাসাতের যুবক
অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে হাবড়া থানার পুলিশ। বুধবার রাতে বাগুইহাটি এলাকার বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০৪: দিন দিন রাজ্যে জালিয়াতির নানা নতুন কৌশল সামনে আসছে। এবার নকল UPI অ্যাপ ব্যবহার করে ভুয়ো লেনদেনের স্ক্রিনশট দেখিয়ে লক্ষাধিক টাকার সোনার গয়না আত্মসাতের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। হাবড়া থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম রুধীন্দ্রনাথ মান্না। বাড়ি উত্তর ২৪ পরগনার বাগুইহাটি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ জুলাই হাবড়ার একটি সোনার দোকানে প্রায় ৩ লক্ষ টাকার একটি সোনার হার অনলাইনে অর্ডার দেন অভিযুক্ত। এরপর দোকানের পাঠানো কিউআর কোডে অর্থপ্রদানের ভুয়ো স্ক্রিনশট দোকানদারকে পাঠান তিনি। সেই স্ক্রিনশট (Screen shot) দেখে প্রতারিত হন দোকানের কর্মীরা এবং বিশ্বাস করে নির্দিষ্ট ঠিকানায় গয়না পাঠিয়ে দেন।
এর কিছুদিন পর আরও প্রায় ৮ লক্ষ টাকার গয়নার অর্ডার দেন ওই ব্যক্তি। ফের একইভাবে প্রতারণার চেষ্টা করেন তিনি। তবে এবার আর সফল হতে পারেননি। কারণ, আগের অর্ডারের অর্থ ব্যাংক অ্যাকাউন্টে না পৌঁছনোয় দোকানদার সতর্ক হয়ে যান। বিস্তারিতভাবে খতিয়ে দেখে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। এরপরই হাবড়া (Habra ps) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক।
অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে হাবড়া থানার পুলিশ। বুধবার রাতে বাগুইহাটি এলাকার বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাঁকে বারাসত আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
বারাসত পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি স্পর্শ নীলাঙ্গী জানিয়েছেন, ধৃতের হেফাজত থেকে হাবড়া ছাড়াও অশোকনগরের একটি সোনার দোকান থেকে একই পদ্ধতিতে প্রতারণা করে আত্মসাৎ করা সোনার গয়না উদ্ধার করা হয়েছে। তিনি জানান, “হাবড়ার দোকান ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করেই প্রতারণার বিষয়টি ধরে ফেলেছিল। তবে অশোকনগরের দোকানের বিষয়টি বুঝতে সময় লেগেছে।”
পুলিশ জানিয়েছে, রুধীন্দ্রনাথ মান্না একটি ভুয়ো UPI অ্যাপ ডাউনলোড করে তাতে অর্থপ্রদানের জাল স্ক্রিনশট তৈরি করতেন এবং সেটাই দেখিয়ে অনলাইন কেনাকাটার নামে প্রতারণা চালাতেন। তাঁর বিরুদ্ধে একাধিক থানায় প্রতারণার অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।