শনিবার ‘ইন্ডিয়া’ জোটের গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন অভিষেক
দলের কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে বিরোধী জোটের শরিকেরা সিদ্ধান্ত নিয়েছে, তারা আগামী ১৯ জুলাই ভার্চুয়াল বৈঠক করবেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৬: ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। ওই দিন থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। আসন্ন বাদল অধিবেশনের আগে নিজেদের রণকৌশল ঠিক করে নিতে ১৯ জুলাই, শনিবার দিল্লিতে ইন্ডিয়া জোটের শরিকদের বৈঠকে বসছে। সূত্রের খবর, বাংলার শাসক দল জানিয়ে দেয়, শহিদ দিবসের কারণে সেই বৈঠকে যোগ দিতে পারবে না তৃণমূল। দলের কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে বিরোধী জোটের শরিকেরা সিদ্ধান্ত নিয়েছে, তারা আগামী ১৯ জুলাই ভার্চুয়াল বৈঠক করবেন। দৃষ্টিভঙ্গি এর আগেই জানিয়ছিল, এই বৈঠকে থাকার সম্ভাবনা অভিষেকের।
সেই বৈঠকে তৃণমূলের তরফে যোগ দেবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের তরফে আনুষ্ঠানিক ভাবে অভিষেকের নাম জানানো হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় শুরু হবে বৈঠক। কলকাতা থেকে তাতে যোগ দেবেন অভিষেক। সংসদ অধিবেশনের আগে কংগ্রেসের ডাকা বিরোধী দলগুলির বৈঠকে তৃণমূলের প্রতিনিধি থাকলেও ২০২৪ সালের লোকসভা ভোটের পরে এই প্রথম ‘ইন্ডিয়া’র সভায় থাকছেন তৃণমূলের কোনও প্রতিনিধি।
আরজেডি নেতা তেজস্বী যাদব, ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরেরা ইতিমধ্যেই জানিয়েছেন, শনিবার ‘ইন্ডিয়া’র বৈঠকে তাঁরা যোগ দেবেন। তৃণমূলের তরফে মৌখিক ভাবে ভার্চুয়াল বৈঠকে হাজির থাকার কথা জানানো হয়েছিল কংগ্রেস নেতৃত্বকে। তবে দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কি না, সে ব্যাপারে বাংলার শাসকদল আগাম কোনও নিশ্চয়তা দেয়নি। শুক্রবার তৃণমূলের তরফে জানানো হল, অভিষেক থাকবেন বৈঠকে।