২১ জুলাইয়ের সভায় কড়া শর্ত আদালতের, রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে তৃণমূল

ভিক্টোরিয়া হাউসের সামনের এলাকায় দিনরাত পরিশ্রম করছেন শতাধিক কর্মী। চলছে মঞ্চ নির্মাণ এবং চারপাশ সাজানোর কাজ

July 19, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.১৫: একাধিক শর্তে একুশে জুলাইয়ের সমাবেশকে বেঁধে দিয়েছে আদালত। কলকাতা হাই কোর্টের নির্দেশে বলা হয়েছে,
সকাল আটটার মধ্যে সমস্ত মিছিলকে পৌঁছতে হবে সভা মঞ্চে।

হাইকোর্ট এবং উত্তর কলকাতার কোনও অফিসের পাঁচ কিলোমিটারের মধ্যে যানজট করা চলবে না। এই শর্তে ধমর্তলার ভিক্টোরিয়া হাউজের সামনে একুশে জুলাইয়ের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

পাশাপাশি গোটা কলকাতা শহরের পরিবহণ ব্যবস্থা যাতে কোনওভাবে বাধাপ্রাপ্ত না হয় তাও কলকাতা পুলিসকে নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সূত্রের খবর, সিঙ্গল বেঞ্চের শুক্রবারের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে তৃণমূল ও রাজ্য সরকার। আজই ডিভিশন বেঞ্চে আবেদন করা হতে পারে।

একুশে জুলাইয়ের সভাকে ঘিরে আদালতে দায়ের হওয়া মামলায় অনুষ্ঠান আয়োজনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেও, সেই আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে সোমবার ধর্মতলার বুকে তৃণমূল কংগ্রেসের মেগা কর্মসূচি হতে চলেছে নির্ধারিত সময়েই।

এই সভাকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে চূড়ান্ত পর্যায়ে। ভিক্টোরিয়া হাউসের সামনের এলাকায় দিনরাত পরিশ্রম করছেন শতাধিক কর্মী। চলছে মঞ্চ নির্মাণ এবং চারপাশ সাজানোর কাজ।

মূল সভামঞ্চ ছাড়াও তৈরি হচ্ছে আরও দুটি পৃথক মঞ্চ, একটিতে বসবেন পুরসভা ও পঞ্চায়েত স্তরের বাছাই করা জনপ্রতিনিধিরা, অন্যটি নির্দিষ্ট করা হয়েছে শিক্ষকদের জন্য। তৃণমূলের তরফে এই সমাবেশ ঘিরে নেওয়া হচ্ছে সর্বোচ্চ প্রস্তুতি।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen