BJP শাসিত ওড়িশায় ফের ছাত্রীর উপর হামলা, এবার গায়ে আগুন লাগিয়ে পলাতক ৩ যুবক
প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, মেয়েটির পথ আটকায় তিন যুবক। কিছু সময় বাদে বচসা শুরু হয়। আচমকা তারা মেয়েটির গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১৫: আবারও ছাত্রীর উপর মর্মান্তিক নির্যাতনের ঘটনা ঘটলো ওড়িশায়(Odisha)। বাড়ি ফেরার পথে রাস্তার মাঝখানে একাদশ শ্রেণির এক ছাত্রীর উপর নৃশংস হামলা(Attack) চালাল তিন অজ্ঞাতপরিচয় যুবক। ঘটনাটি ঘটেছে নীমপড়ার বেয়াবার এলাকায়, শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, মেয়েটির পথ আটকায় তিন যুবক। কিছু সময় বাদে বচসা শুরু হয়। আচমকা তারা মেয়েটির গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
মেয়েটি আগুনে ঝলসে রাস্তায় ছটফট করছিল। স্থানীয় মানুষরা তৎপর হয়ে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। পরবর্তী পর্যায়ে তাকে স্থানান্তর করা হয় ভুবনেশ্বরের এমস(Bhubaneswar Aiims) হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর গলা, হাত-পা সহ শরীরের বিস্তীর্ণ অংশ পুড়ে গিয়েছে এবং অবস্থা বেশ আশঙ্কাজনক।
ছাত্রীর পরিবার জানিয়েছে, সে একটি বন্ধুকে বই দেওয়ার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বেরিয়েছিল। ফেরার সময়েই এই নৃশংস হামলা। তাঁরা পারিবারিক বিরোধ বা প্রেমের সম্পর্কের বিষয়ের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন।
সেই ঘটনাস্থল থেকে থানা মাত্র দেড় কিলোমিটার দূরে হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি সেই এলাকার পুলিশ। এর জেরে সেখান কার প্রশাসনিক কার্য ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।
ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন ওড়িশার উপমুখ্যমন্ত্রী প্রবতী পারিদা। একে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করে তিনি জানিয়েছেন, দোষীদের দ্রুত খুঁজে বের করে কঠোরতম শাস্তি দেওয়া হবে। এছাড়াও, আহত ছাত্রীর চিকিৎসার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। উপমুখ্যমন্ত্রী নিজে তাঁকে দেখতে হাসপাতালে যাবেন বলেও আশ্বাস দিয়েছেন।
প্রসঙ্গত, কিছু দিন আগেই বালেশ্বর জেলার ফকির মোহন কলেজের এক ছাত্রী উপরে যৌন হেনস্থার প্রতিবাদে কলেজ অধ্যক্ষের ঘরের সামনে নিজের গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এই মর্মান্তিক ঘটনা আলোড়ন ফেলেছে ।