Weather Forecast: ফের নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে বাড়বে বৃষ্টিপাত?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৭.০০: বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। কলকাতা এবং শহরতলিতে প্রায় প্রতি দিনই বৃষ্টি হচ্ছে। কখনও মুষলধারে, কখনও ঝিরঝিরে হালকা বৃষ্টি। ২৪ জুলাই বৃহস্পতিবার নতুন করে নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে। বিহার থেকে ঝাড়খন্ড হয়ে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে।
এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। এর জেরে ২২ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে বুধবার ২৩ শে জুলাই থেকে। বৃহস্পতিবার নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমে। তবে সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কমবে। কিন্ত বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।
উত্তরবঙ্গেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা পাহাড়ি জেলাগুলিতে। কোথাও কোথাও রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে এই মুহূর্তে বর্ষার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয়। সেই কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে পাহাড়-ডুয়ার্সে। আজ রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তরবঙ্গে ২১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহওয়া দপ্তর। মঙ্গলবার উত্তরের বেশিরভাগ জেলার কোনও কোনও অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু-এক পশলা হতে পারে।