দিল্লিতে বাজিমাত বাংলার আমের, রেকর্ড বিক্রি আম মেলায়
মেলায় অংশগ্রহণকারীদের থেকে বিক্রির তথ্য নিয়েছে এমনই দাবি করছে উদ্যানপালন দপ্তর।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.২০: দিল্লিতে আয়োজিত রাজ্যের আম মেলায় এবার রেকর্ড অঙ্কের বিক্রি হয়েছে। মেলায় অংশগ্রহণকারীদের থেকে বিক্রির তথ্য নিয়েছে এমনই দাবি করছে উদ্যানপালন দপ্তর। জানা যাচ্ছে, সদ্যসমাপ্ত এই মেলায় ৪৩ লক্ষ টাকার বেশি আম বিক্রি হয়েছে। যা গতবারের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি।
সব মিলিয়ে ৪৫ লক্ষ কেজির বেশি আম কেনাবেচা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার আম মেলায় গিয়েছিল। হিমসাগর, ল্যাংড়ার পাশাপাশি বেশ কিছু দামি আমের সম্ভার ছিল মেলায়। বরাবরের মতোই মালদহের স্টলে সর্বাধিক বিক্রি হয়েছে। ক্রেতাদের চাহিদার সঙ্গে পাল্লা দিতে এবার দফায় দফায় বাংলা থেকে আম পাঠাতে হয়েছে। ২৪ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত চলেছে আম মেলা। ভাল বিক্রি হওয়ায় জেলার প্রতিনিধিরা অত্যন্ত খুশি।