মোদীর সভার পর বেহাল দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম, ধান রোপণ করে প্রতিবাদ তৃণমূলের
শুক্রবার দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধনে সভা করেছিলেন মোদী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.৩০: শুক্রবার দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধনে সভা করেছিলেন মোদী। যার জেরে মাঠের পরিস্থিতি কার্যত বেহাল হয়ে গিয়েছে। যা নিয়ে আরম্ভ হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। তৃণমূলের অভিযোগ, প্রধানমন্ত্রী মোদীর সভার জন্য মাঠ সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। জল, কাদায় মাঠের অবস্থা কার্যত বেহাল। প্রতিবাদে জমা জল, কাদা মাটির মধ্যে ধানের চারা পুঁতে দেন তৃণমূল নেতৃত্ব।
দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী জোড়া সভা করেন। মাঠে হ্যাঙার ও বিশাল মঞ্চ করা হয়। বিভিন্ন জায়গা খোঁড়াও হয়েছিল। এরই মধ্যে দক্ষিণবঙ্গে নাগাড়ে বৃষ্টি হচ্ছে। শনিবার দেখা যায় মাঠের বেহাল দশা। বিভিন্ন জায়গায় গর্ত, জল জমে রয়েছে। মাঠের চেহারা সম্পূর্ণ বদলে গিয়েছে। সভার জন্য খেলার মাঠ নষ্টের অভিযোগ ওঠে। দিনভর বৃষ্টি হওয়ায় জল জমে জলা জমিতে পরিণত হয়েছে মাঠ। বোঝার উপায় নেই যে সেটি আদতে স্টেডিয়ামের মাঠ। যা ঘিরে সরব হয়েছে তৃণমূল। শনিবার তৃণমূলের তরফে প্রতিবাদ জানানো হয়। মাঠে গিয়ে ধানের চারা লাগান তৃণমূলের জেলা সভাপতি ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং দলের নেতা, কর্মীরা।
তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিযোগ, রঞ্জি ট্রফি থেকে বড় বড় টুর্নামেন্ট এই মাঠে অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুরের ঐতিহ্য নেহেরু স্টেডিয়াম। দুর্গাপুরের অন্যত্র সভা করা যেত। সেসব জায়গা ছেড়ে খেলার মাঠে সভা করে সব শেষ করে দিলেন। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন বলেও জানান তিনি। দ্রুততার সঙ্গে নেহেরু স্টেডিয়ামকে আগের চেহারায় ফিরিয়ে না আনা হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।