NITI Aayog-এর রিপোর্টে বাংলা এগিয়ে

NITI Aayog এর রিপোর্টে বাংলা এগিয়ে

July 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.০০: NITI Aayog এর সদ্য প্রকাশিত ‘সামারি রিপোর্টে’ বেশ কয়েকটি ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবস্থান ইতিবাচক।

কর্মসংস্থানে বাংলা অনেকটাই এগিয়ে।২০২২-২৩ সালে রাজ্যের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র ২.২ শতাংশ, যা জাতীয় গড় ৩.২ শতাশের এর চেয়ে ৩০ শতাংশ কম।

শিক্ষাক্ষেত্রেও বাংলার অগ্রগতির কথাই উঠে এসেছে নীতি আয়োগের রিপোর্টে, ২০১১ সালের তথ্য অনুসারে, বাংলায় সাক্ষরতার হার ৭৬.৩ শতাংশ। সেখানে দেশের সাক্ষরতার হার ৭৩ শতাংশ।

জাতীয় গড়ের তুলনায় রাজ্যে দশম ও দ্বাদশ শ্রেণিতে পাশের হার বেশি। এর পাশাপাশি, কমেছে রাজ্যে স্কুলছুটের হারও।

এবার আসছি পশ্চিমবঙ্গবাসীর গড় আয়ুর হিসেব নিয়ে। ২০২০ সালের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গবাসীর গড় আয়ু ৭২.৩ বছর, যা জাতীয় গড়ের তুলনায় বেশি।

লিঙ্গ অনুপাতেও এগিয়ে রয়েছে বাংলা। রিপোর্ট বলছে, প্রতি ১০০০ পুরুষের মধ্যে ৯৭৩ জন কন্যাসন্তান রয়েছে এ রাজ্যে। যেখানে, ভারতবর্ষে কন্যাসন্তান জন্মানোর সংখ্যা ৮৮৯।

শিশুমৃত্যুর হারের ক্ষেত্রেও জাতীয় গড়ের তুলনায় ভাল জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গ। ২০২০ সালের হিসেবে রাজ্যে প্রতি এক হাজার সদ্যোজাতর মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। ২০১৯ থেকে ২০২১ সালের হিসেব বলছে, মহিলা পিছু সন্তান প্রসবের হার ১.৬। এই দুটি ক্ষেত্রই জাতীয় হারের চেয়ে ভাল।

নীতি আয়োগের রিপোর্ট বলছে, বাংলায় জীবনযাত্রার মানও দ্রুত উন্নত হচ্ছে। বাড়ি বাড়িপানীয় জল সরবরাহের মতো পরিকাঠামোতেও রাজ্যে হার, জাতীয় হারের তুলনায় অনেক এগিয়ে।

সবমিলিয়ে এই সাফল্য প্রমাণ করে, রাজ্যের দীর্ঘমেয়াদির উন্নয়নের প্রতি পশ্চিমবঙ্গ সরকারের ধারাবাহিক দায়বদ্ধতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen