পহেলগাঁও – Operation Sindoor, ট্রাম্পের ভূমিকা: বিরোধীদের চাপে সংসদে আলোচনায় রাজি মোদী সরকার?
পহেলগাঁও জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডা ট্রাম্পের মধ্যস্থতার দাবি ইত্যাদি নিয়ে সংসদে আলোচনায় রাজি মোদী সরকার।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০৬: অবশেষে বিরোধীদের চাপের সামনে মাথা নত করল মোদী সরকার? বাদল অধিবেশন শুরু আগে প্রথা মতো সর্বদল বৈঠক ডাকা হয়। সর্বদল বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, পহেলগাঁও জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডা ট্রাম্পের মধ্যস্থতার দাবি ইত্যাদি নিয়ে সংসদে আলোচনায় রাজি মোদী সরকার।
উল্লেখ্য, ২১ জুলাই, সোমবার থেকে বাদল অধিবেশন শুরু হবে। ২১ আগস্ট পর্যন্ত চলবে অধিবেশন।
অধিবেশন শুরু আগে প্রথা মেনে রবিবার সর্বদল বৈঠকে সংসদ চালাতে বিরোধীদের সমর্থন প্রার্থনা করে সরকার। সূত্রের খবর, বিরোধীরা একাধিক বিতর্কিত ইস্যুতে আলোচনার দাবিতে সরব হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সর্বদল বৈঠক শেষে বলেন, সংসদে অপারেশন সিঁদুরের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে তারা (সরকার) আগ্রহী। সরকার সবরকম প্রশ্নেরই জবাব দিতে প্রস্তুত। সংসদ যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সেটার জন্য কেন্দ্র-বিরোধী সমন্বয় থাকা জরুরি।
রিজিজু আরও বলেন, অপারেশন সিঁদুর থেকে ডোনাল্ড ট্রাম্পের দাবি যা নিয়েই বিরোধীরা প্রশ্ন করুক, সরকার জবাব দিতে প্রস্তুত।
পহেলগাঁও হামলার পর থেকেই মোদী সরকারের ব্যর্থতা নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। অপারেশন সিঁদুর, পহেলগাঁও হামলা নিয়ে সংসদে বিশেষ অধিবেশন চেয়েছিল বিরোধীরা। সেই দাবি কেন্দ্র মানেনি। দফায় দফায় অপারেশন সিঁদুর এবং ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে সংসদে আলোচনা এড়িয়েই যেতে চেয়েছে কেন্দ্র। ভারত-পাক সংঘর্ষবিরতিকে কেন্দ্র করে ট্রাম্পের দাবি ঘিরেও প্রশ্ন তোলেন বিরোধীরা। ১৯ জুলাই বিরোধী শিবির ইন্ডিয়া জোটের বৈঠককেও পহেলগাঁও হামলা নিয়ে মোদী সরকারের উপর চাপ বাড়ানোর নিদান দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি কার্যত বুঝে গিয়েছে, পহেলগাঁও হামলা নিয়ে আলোচনা এড়ানো সম্ভব না। অন্যদিকে, আহমেদাবাদ দুর্ঘটনার পর এটাই প্রথম সংসদ অধিবেশন। বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়েও সুর চড়াবেন বিরোধীরা। বিরোধীদের চাপের কাছে এক প্রকার বাধ্য হয়েই নিজেদের অবস্থান থেকে সরে এসে পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় সম্মত হয়েছে মোদী সরকার। এখন দেখার সত্যি সত্যি আলোচনা হয় না-কি ঝামেলা এড়াতে স্রেফ কথা দিয়ে দায় ঝেরে ফেলা হল!