Supreme Court: মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলাকারীকে জোর ধমক CJI গবইয়ের

একুশ জুলাই আদালতের যুদ্ধে বড় লড়াই জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

July 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: একুশ জুলাই আদালতের যুদ্ধে বড় লড়াই জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত শীর্ষ আদালতের প্রধান বিচারপতির পর্যবেক্ষণে এমনটাই ইঙ্গিত মিলছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছিল। সোমবার সুপ্রিম কোর্টে মামলাকারীর আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বিআর গবই বলেন, “রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করুন। কোর্টকে রাজনীতিকরণ করবেন না।” চার সপ্তাহ পরে মামলাটির শুনানি হবে।

আদালত অবমাননার মামলা দায়ের করেছে আত্মদীপ নামের এক সংগঠন। সোমবার মামলাকারীর আইনজীবী জানান, মামলাটির শুনানি আপাতত মুলতুবি রাখা হোক। অ্যাটর্নি জেনারেলের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। এরপরই প্রধান বিচারপতি বলেন, “আপনি নিশ্চিত, যে অনুমতি পাবেন? কোর্টকে রাজনীতিকরণ করার চেষ্টা করবেন না। আপনাদের রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করবেন।”

উল্লেখ্য, চলতি বছরের ৩ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। রাজ্যের ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। অভিযোগ, মামলার রায় এবং বিচারপতি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। সেই মর্মে গত ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। শনিবার ওই মামলার তথ্য, নথি সুপ্রিম কোর্টে জমা পড়ে। মামলাকারীর আইনজীবী আয়ুষ আনন্দ মমতার বক্তব্যের ইংরেজি অনুবাদ জমা দেন। সোমবার মামলা শোনে প্রধান বিচারপতি গবইয়ের বেঞ্চ। তিনি ছাড়াও বেঞ্চে ছিলেন বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি অঞ্জরিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen