ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার বিমান, মৃত্যু বেড়ে ১৬, অগ্নিদগ্ধ শতাধিক পড়ুয়া
আহত অন্তত চার। চলছে উদ্ধারকাজ। আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩১: বাংলাদেশে বিমান দুর্ঘটনা। সোমবার দুপুরে ঢাকার উত্তরায় বাংলাদেশ বায়ুসেনার প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১৬ জন মারা গিয়েছে বলে সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
আহতের সংখ্যাও দ্রুত বাড়ছে। আহতদের বেশিরভাগ স্কুল-কলেজের ছাত্রছাত্রী। ভেঙে পড়া বিমানের আগুনে তাদের দেহের অনেকাংশ পুড়ে গিয়েছে। চলছে উদ্ধারকাজ। আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে।
ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ক্যাম্পাসে বিমানটি ভেঙে পড়ে। দুপুর দেড়টা নাগাদ কলেজ ভবনের উপর বিমানটি ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত F-7 BGI বিমানটি বায়ুসেনার। ভেঙে পড়া মাত্র বিমানটিতে আগুন ধরে যায়। শিক্ষা প্রতিষ্ঠানটির ছাদ ভেঙে বিমানটি বেশ কয়েকটি ক্লাসরুমের উপর পড়ে। পড়ুয়া ও শিক্ষক, শিক্ষা কর্মী মিলিয়ে বেশ কয়েকজন আহত হন। অগ্নিদগ্ধ একজন সেনা বাহিনীর সম্মিলিত সেনা হাসপাতালে মারা যান।