যুগাবসান! প্রয়াত প্রবীণতম সিপিআইএম নেতা, কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী VS Achuthanandan

July 21, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
V. S. Achuthanandan (20 October,1923 - 21 July,2025)
V. S. Achuthanandan (20 October,1923 – 21 July,2025)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২৬: কেরলের বাম রাজনীতির এক যুগের অবসান ঘটল। ১০১ বছর বয়সে প্রয়াত হলেন সিপিএম নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দন (VS Achuthanandan)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার তিরুঅনন্তপুরমের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শতবর্ষপ্রাপ্ত এই বর্ষীয়ান নেতা। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ কেরলের রাজনীতি ও সিপিএম শিবির।

২০২১ সালে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নিজেই, চিঠি লিখে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে জানান তাঁর অবসরের সিদ্ধান্ত। ১৯২৩ সালের ২০ অক্টোবর আলেপ্পি জেলার একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন ভিএস অচ্যুতানন্দন। কর্মজীবনের শুরুতেই শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পুন্নাপ্রা-ভয়েলার বিদ্রোহে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক উত্থান। স্বাধীনতার পরে অবিভক্ত কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তিনি হয়ে ওঠেন কেরলের এক প্রভাবশালী মুখ।

১৯৬৪ সালে যখন কমিউনিস্ট পার্টি বিভক্ত হয়, তখন সিপিএমের পক্ষেই দাঁড়ান তিনি এবং হয়ে ওঠেন নতুন দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। কেরল বিধানসভায় তাঁর উপস্থিতি ছিল দীর্ঘ—৩৪ বছর সাত মাস ২১ দিন ধরে বিধায়ক হিসেবে থেকেছেন তিনি, যা এখনও পর্যন্ত রাজ্যে একটি রেকর্ড।

২০০৬ থেকে ২০১১ পর্যন্ত কেরলের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন ভিএস অচ্যুতানন্দন। এর আগে এবং পরে মিলিয়ে প্রায় ১৪ বছর তিনি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। দলীয় রাজনীতিতেও ছিলেন সক্রিয়—রাজ্য সম্পাদকের দায়িত্ব সামলানো থেকে কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য হিসেবে দীর্ঘদিন দলের নীতি ও রণকৌশল নির্ধারণে ভূমিকা রেখেছেন।

তবে রাজনৈতিক জীবনে তাঁর অবস্থান বরাবরই ছিল স্পষ্ট ও দৃঢ়। বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে তাঁর প্রকাশ্য দ্বন্দ্বও বহুবার শিরোনামে এসেছে। এমনকি, দলের কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনা করায় তাঁকে পলিটব্যুরো থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল। শতবর্ষ পার করা ভিএস অচ্যুতানন্দনের প্রয়াণে বাম আন্দোলনের এক জীবন্ত ইতিহাসের সমাপ্তি ঘটল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen