একুশের মঞ্চে দলের কোন কোন নেতাকে চোখে পড়ল না?
এদিন মঞ্চে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল সাংসদ-বিধায়করা, টলিউড-ময়দানের কৃতিরা। কিন্তু উল্লেখযোগ্যভাবে চোখে পড়েনি চারজনকে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৩: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের শেষ ২১ শে জুলাই। আজ সোমবার এই ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন বিধানসভা নির্বাচনে এবার কোন কোন ইস্যুকে সামনে রেখে লাড়াই চালাতে হবে। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল সাংসদ-বিধায়করা, টলিউড-ময়দানের কৃতিরা। কিন্তু উল্লেখযোগ্যভাবে চোখে পড়েনি চারজনকে। যা নিয়ে শুরু হয়েছে চর্চা।
সৌগত রায়: দলের এই বর্ষীয়ান সাংসদ অনেকদিন ধরেই অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি আছেন। এই বাদল অধিবেশনেও তিনি সম্ভবত অনুপস্থিত থাকবেন।
সুদীপ বন্দ্যোপাধ্যায়: শারীরিক অসুস্থতার কারণে আপাতত তিনি একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি, হাসপাতাল সূত্রে খবর, শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হবে।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়: দিল্লিতে সুপ্রিম কোর্টের একটি কেসে তাঁকে উপস্থিত থাকতে হয়েছে। তাই এবারের শহীদ দিবসের মঞ্চে অনুপস্থিত ছিলেন তিনি।
অনুব্রত মন্ডল: শহীদ সমাবেশের মূল মঞ্চে দেখা মেলেনি বীরভূমের অনুব্রত মন্ডলের।