Weather Update: জেনে নিন রাজ্যে কোন কোন জেলায় জারি কমলা সতর্কতা
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৩০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপটির জন্য আগামী বৃহস্পতিবার থেকে রাজ্যের উপকূল এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।
নিম্নচাপটির প্রভাব আগামী বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কমলা সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি ও পশ্চিম বর্ধমান জেলায় ।
উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির আগাম সতর্কতার কথা জারি করেছিল আবহাওয়া দপ্তর। তিস্তার জলের তোড়ে ক্ষতিগ্রস্ত সঙ্কলাং সেতুর স্তম্ভ। ইতিমধ্যেই তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সতর্কতা রয়েছে জলঢাকায়। জলস্তর বেড়েছে করলা, মহানন্দারও। মহানন্দায় নেমে ভেসে গিয়েছে শিলিগুড়ি শহরের এক বালক। তার খোঁজে তল্লাশি চলছে।