Parliament Monsoon Session: সংসদে Operation Sindoor নিয়ে আলোচনার জন্য কত সময় বরাদ্দ হল?

July 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪০: শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। অধিবেশনের প্রথম দিনেই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে চাপ বাড়ালেন বিরোধীরা। বিরোধীদের স্লোগানের জেরে লোকসভা উত্তাল হয়। অধিবেশন মুলতুবি হয়ে যায়। যদিও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনার জন্য তৈরি কেন্দ্র। অন্যদিকে কংগ্রেসের অভিযোগ, অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দাবিকে গুরুত্ব দিচ্ছে না সরকার। কোনও আশ্বাসই দেওয়া হয়নি কেন্দ্রের তরফে।

সংসদের বিজনেস অ্যাডভাইজরি মিটিংয়ে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে এই বিষয়ে বিতর্ক হতে পারে। লোকসভায় বিতর্কের জন্য ১৬ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। রাজ্যসভায় বিতর্ক চলবে ৯ ঘণ্টা। দুই কক্ষ মিলিয়ে সংসদে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিতর্কের জন্য ২৫ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। মণিপুরের বাজেট প্রসঙ্গে আলোচনার জন্য ২ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। আয়কর বিল নিয়ে আলোচনার জন্য ১২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। শুভাংশু শুক্লার সফল মহাকাশ অভিযান নিয়েও সংসদে আলোচনা হবে।

বিরোধীদের দাবি,অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার সময় মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যেন সংসদে উপস্থিত থাকেন। সমনাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকে বলেন, প্রত্যেক দল অপারেশন সিঁদুরের বিষয়ে কেন্দ্রকে সমর্থন করেছিল। আলোচনার সময়ে প্রধানমন্ত্রী যেন সংসদে উপস্থিত থাকেন। বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক নিয়ে কংগ্রেস অসন্তুষ্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen