আবার ওড়িশা! নাবালিকা হকি খেলোয়াড়কে গণধর্ষণের অভিযোগ, আটক কোচ সহ চার

অভিযোগ, ১৫ বছরের ওই কিশোরী প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার সময় অভিযুক্তেরা তাকে অপহরণ করেন।

July 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪০: ডবল ইঞ্জিন ওড়িশায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মহিলাদের উপর অপরাধের পরিমাণ।
বালেশ্বরের এক কলেজ ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে কলেজেরই এক বিভাগীয় প্রধানের বিরুদ্ধে। গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন ছাত্রী। তারপরই পুরীতে এক নাবালিকার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ওই কিশোরী এখন দিল্লি এইমসে চিকিৎসাধীন। এবার এক হকি খেলোয়াড়কে গণধর্ষণের অভিযোগ উঠল বিজেপি শাসিত ওড়িশায়।

অভিযোগের তীর নাবালিকা কোচ ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ওড়িশার জজপুর জেলায়। অভিযোগ, ১৫ বছরের ওই কিশোরী প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার সময় অভিযুক্তেরা তাকে অপহরণ করেন। তাকে নিয়ে যাওয়া হয় এক হোটেলে। অভিযোগ, সেখানেই গণধর্ষণ করা হয় নাবালিকাকে। ইতিমধ্যে অভিযুক্ত দুই কোচ-সহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই প্রশিক্ষণ শিবিরে গত দু’বছর ধরে হকি প্রশিক্ষণ নিচ্ছিল কিশোরী। ৩ জুলাই সন্ধ্যায় প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরছিল সে। মাঝরাস্তা থেকে তাকে জোর করে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। কিশোরীকে স্থানীয় এক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় তাকে। এমনকি পরিবারের কাউকে ঘটনার কথা না জানানোর জন্যও ভয় দেখানো হয়।

ওই নির্যাতিতা থানায় গিয়ে সম্প্রতি অভিযোগ দায়ের করে। তাতেই ঘটনার কথা প্রকাশ্যে আসে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৭০(২) ধারায় গণধর্ষণের অভিযোগ সহ অন্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। জেলার এক পকসো (অপ্রাপ্তবয়স্কদের উপর অপরাধ সংক্রান্ত আইন) আদালতে মহিলা বিচারকের সামনে গোপন জবানবন্দি দিয়েছে নির্যাতিতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen