দুর্গাপুরে মোদীর সভা Vs একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ: View যুদ্ধে জয়ী কে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৫: কয়েকদিন আগেই দুর্গাপুরে সভা করেন প্রধানমন্ত্রী মোদী। নেহেরু স্টেডিয়াম ভরাতে রীতিমতো বেগ পেতে হয় বঙ্গ বিজেপি। তাতেও ভর্তি হয়নি মাঠ। নানা মহলের দাবি, হাজার পঞ্চাশেক লোক হয়েছিল মোদীর সভায়। সমাজ মাধ্যমেও খুব বেশি সংখ্যক মানুষ মোদীর সভা দেখেনি। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শহিদ স্মরণ সমাবেশ কার্যত জন সমুদ্রের আকার নিয়েছিল সোমবার। সোশ্যাল প্ল্যাটফর্মেরও বিপুল সংখ্যক মানুষ মমতা, অভিষেকদের বক্তব্য শুনেছেন। তুল্যমূল্যে মোদীর সভাকে বলে বলে গোল দিয়েছে তৃণমূলের শহিদ সমাবেশ। পরিসংখ্যান তুলে ধরেছেন তৃণমূলের তরুণতুর্কি নেতা দেবাংশু ভট্টাচার্য।
প্রায় ৪ দিনে মোদীর সভায় রাজ্য বিজেপির পেজ থেকে ভিউ প্রায় সাড়ে ৬ লক্ষ। নরেন্দ্র মোদীর পেজ থেকে ২২ লক্ষ ভিউ। সব মিলিয়ে সাড়ে ২৮ লাখ ভিউ। অন্যদিকে, মাত্র ২৩ ঘণ্টায় তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজ থেকে একুশে জুলাইয়ের ভিউ ৪০ লক্ষ
মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে ভিউ ৩৭ লক্ষ, মোট ৭৭ লক্ষ।
রাজ্য বিজেপি ও মোদীর ফেসবুক পেজ মিলিয়ে চার দিনে ২৮ লক্ষ ভিউ মানে ৯৬ ঘণ্টায় ২৮ লক্ষ। মিনিটে ৪৮৬-টি ভিউ। তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার মোট ভিউ ২৩ ঘণ্টায় ৭৭ লাখ। অর্থাৎ মিনিটে ভিউ প্রায় ৫৫৮০-টি।
দেবাংশুর বিশ্লেষণে আরও কিছু বিষয় উঠে এসেছে। দেশের প্রধানমন্ত্রীর হিন্দি বক্তৃতার লাইভ সম্প্রচারে গোটা দেশ থেকেই ভিউ হওয়ার কথা। তাঁর ফেসবুক ফলোয়ার ৫০ মিলিয়ন অর্থ্যাৎ ৫ কোটি। যাঁদের মধ্যে একটা বড় অংশ ফলোয়ার টাকার বিনিময়ে বুস্ট করে পাওয়া। পাঁচ কোটি ফলোয়ারের মধ্যে বাইশ লক্ষ মানুষ লাইভ ভিডিওটি দেখেছেন। অর্থাৎ মোট ফলোয়ারের মাত্র ৪.৪ শতাংশ মানুষ!
মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক ফলোয়ার ৫৩ লক্ষ। যার পুরোটাই অর্গানিক। তাঁর ভিউ ৩৭ লক্ষ! অর্থাৎ মাত্র ২৩ ঘণ্টায় মোট ফলোয়ারের ৭০ শতাংশ মানুষ তার বক্তব্য ফেসবুকে শুনে ফেলেছে।
দেবাংশুর দাবি, বিজেপির আইটি সেলের বাজেট কয়েক হাজার কোটি টাকা। সেখানে গোটা দেশের লোকবল কাজ করে। তৃণমূলের কর্মীরা নিজ উদ্যোগে, নিজ ক্ষমতায় সমাজ মাধ্যমে দলের প্রচার করেন। তৃণমূলের আইটি সেল শক্তিকে একত্রিত, সঙ্ঘবদ্ধ ও কেন্দ্রীভূত করার কাজ করে কেবল।