ভারতের কোচ হওয়ার লড়াইয়ে লিভারপুল কিংবদন্তি? ১৭০ জনের আবেদনপত্র জমা পড়ল AIFF-র কাছে

বিশ্বকাপ স্তরের অভিজ্ঞতা সম্পন্ন কোনও বড় মাপের কোচের নাম এই তালিকায় দেখা যায়নি। AIFF কাকে বেছে নেয় দেশের ফুটবলের উন্নতির জন্য

July 22, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৯: নতুন কোচের সন্ধানে ভারতীয় ফুটবল ফেডারেশন। মানালো মার্কেজের(Manalo Marquez) পদত্যাগের পর ভারতের জাতীয় ফুটবল দলের হেড কোচের পদ আপাতত শূন্য। মানোলো মার্কেজ সরে দাঁড়ানোর পর সেই জায়গা পূরণ করতে কোমর বেঁধে নেমেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। চলতি মাসেই আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ফেডারেশন। আর তাতে ব্যাপক সাড়া মিলেছে দেশ-বিদেশ থেকে।

এবার সেই তালিকায় চমক – আবেদন করেছেন লিভারপুলের দুই কিংবদন্তি রবি ফাউলার(Robbie Fowler) এবং হ্যারি কিউয়েল(Harry Kewell)। রবি ফাউলারের অবশ্য ভারতীয় ফুটবলে নতুন নয় ভারতীয় ফুটবলের সঙ্গে পুরোনো সম্পর্ক রয়েছে তাঁর। আইএসএলে ইস্টবেঙ্গলের কোচ ছিলেন তিনি, যদিও সেই অধ্যায়টা ছিল হতাশাজনক। অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা এবং ইয়োকোহামা এফ মারিনোসের প্রাক্তন কোচ হ্যারি কিউয়েলের ভারতের মতো দেশের কোচ হওয়ার আগ্রহ রীতিমতো আলোচনার কেন্দ্রে।

ফেডারেশন সূত্রে জানা গেছে, মোট ১৭০ জন কোচ আবেদন করেছেন এই পদে। এর মধ্যে রয়েছেন সঞ্জয় সেন(Sanjay Sen), খালিদ জামিল(Khalid Jamil), সন্তোষ কাশ্যপের মতো অভিজ্ঞ ভারতীয় কোচরাও। জামশেদপুর এফসিকে সেমিফাইনালে তুলেছিলেন খালিদ, কিন্তু সেখানে হার মানতে হয় মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। সঞ্জয় সেন এর আগে মোহনবাগানকে আই লিগ জিতিয়েছেন, খেলিয়েছেন সন্তোষ ট্রফিও।

বিদেশি কোচদের মধ্যেও আবেদনকারীর সংখ্যা নেহাত কম নয়। প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের (Stephen Constantine)নামও রয়েছে এই তালিকায়। তিনি ২০০২-০৫ ও ২০১৫-২০১৯ সালে জাতীয় দলের দায়িত্বে ছিলেন। সেই সঙ্গে আইএসএলে ইস্টবেঙ্গলের কোচ হিসেবেও কাজ করেছেন।

এই তালিকায় রয়েছেন ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরা(Sergio Lobera), যিনি মুম্বই সিটি এবং এফসি গোয়ার হয়ে একাধিক শিরোপা জিতেছেন। মহামেডানের কোচ আন্দ্রে চেরনিশভ, ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের প্রাক্তন কোচ কাইও জানার্দি এবং বার্সেলোনা ‘বি’ দলের প্রাক্তন ম্যানেজার জর্ডি ভিনিয়ালসও কোচ হতে চেয়ে আবেদন করেছেন।

গতবারের তুলনায় এবারের আবেদনকারীর সংখ্যা কম হলেও (১৭০ বনাম ২৯১), নামের বিচারে তালিকাটি বেশ আকর্ষণীয়। তবে এখনও পর্যন্ত বিশ্বকাপ স্তরের অভিজ্ঞতা সম্পন্ন কোনও বড় মাপের কোচের নাম এই তালিকায় দেখা যায়নি। এখন দেখার, AIFF কাকে বেছে নেয় দেশের ফুটবলের উন্নতির জন্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen