BJP শাসিত রাজ্যে ‘বাঙালি হেনস্থা’, নিন্দা প্রস্তাব আনতে বিধানসভায় বসবে বিশেষ অধিবেশন?

একের পর এক বিজেপি শাসিত বাঙালিরা হেনস্থার শিকার হচ্ছেন। বাংলা ভাষা বলার অপরাধে নেমে আসছে আক্রমণ, সাফ কথায় বাংলা ভাষার উপর আক্রমণ। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তা নিয়ে বিশেষ অধিবেশন বসতে পারে রাজ্য বিধানসভায়। সূত্রের খবর, আগস্ট মাসে বসতে পারে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর লাগাতার আক্রমণ তথা নির্যাতনের বিরুদ্ধে এবং বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রস্তাব আনা হবে। বিধানসভার তৃণমূল পরিষদীয় দলের সঙ্গে পরিষদীয় দপ্তরের এই বিষয়ে আলোচনা হয়েছে। চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি এখনও।
সূত্রের খবর, ৮ থেকে ২১ আগস্টের মধ্যে বিধানসভার বিশেষ অধিবেশন বসতে পারে। অধিবেশনে বাংলাভাষা এবং পরিযায়ী শ্রমিকদের বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি চারটির মতো বিল পেশ করা হতে পারে। প্রসঙ্গত, নানান বিষয়ে অতীতেও বিশেষ অধিবেশন বসেছে পশ্চিমবঙ্গ বিধানসভায়।
সংসদের বাদল অধিবেশন চলাকালীন এই বিষয়েই গান্ধীমূর্তির পাদদেশে ধর্না দেবেন তৃণমূল সাংসদেরা। লোকসভা এবং রাজ্যসভায় বাংলায় বক্তব্য রেখে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের বিরুদ্ধে সরব হবেন জোড়াফুলের সাংসদেরা। ২১ জুলাইয়ের সমাবেশ থেকে মমতা নিদান দেন, ২৭ জুলাই, রবিবার নানুর দিবস পালনের মাধ্যমে শুরু করে প্রতি সপ্তাহের শনি ও রবিবার বাংলা ভাষার পক্ষে এবং বিজেপির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। সেই আন্দোলনকে পরিষদীয়স্তরেও নিয়ে যেতে চাইছে রাজ্যের শাসক শিবির।