রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে মোট ৮০ হাজার বুথ আছে। প্রত্যেক কেন্দ্রে একদিন করে ক্যাম্প হবে। আগামী ২ আগস্ট থেকে শুরু হবে। কাজটা শেষ করতে ২ মাস সময় লাগবে।

July 22, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩৭: মানুষের ছোট ছোট সমস্যা সমাধানের জন্য এ বার থেকে রাজ্য সরকার পথে নামবে। একুশে জুলাই ধর্মতলার সমাবেশ থেকে দলীয় স্তরে সুর বেঁধে দিয়েছিলেন। আর পরেরদিন অর্থাৎ মঙ্গলবার নবান্নে (Nabanna) বসে ছাব্বিশের নির্বাচনের আগে এই নতুন সরকারি প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম – আমাদের পাড়া, আমাদের সমাধান (Amader Para Amader Samadhan)। মমতার দাবি, এমন প্রকল্প গোটা দেশে এই প্রথম।

২ অগস্ট থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে রাজ্যজুড়ে। এর জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেমন হবে নতুন কর্মসূচি, সে বিষয়েও বিস্তারিত জানান মমতা। বলেন, তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে। এক দিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায়। সমস্যা শোনার পর সেই কাজ করা হবে। সব কাজ হবে অনলাইন মাধ্যমে, স্বচ্ছতা মেনে। মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারবেন।

তিনি আরও জানান, ”তিনটি করে বুথ নিয়ে একটা কেন্দ্র হবে। রাজ্যে মোট ৮০ হাজার বুথ আছে। প্রত্যেক কেন্দ্রে একদিন করে ক্যাম্প হবে। আগামী ২ আগস্ট থেকে শুরু হবে। কাজটা শেষ করতে ২ মাস সময় লাগবে। ক্যাম্পগুলিতে সারাদিন থাকবেন সরকারি অফিসাররা। বুথে মানুষজন এসে গ্রামের সমস্যার কথা জানাবেন। তাঁদের সঙ্গে আলোচনা করে অফিসাররা ঠিক করবেন, কতটুকু কাজ করা যাবে। স্বচ্ছতা বজায় রেখে, অনলাইন পোর্টালে কাজ হবে।”

এই প্রকল্প বাস্তবায়নে অর্থ বরাদ্দের কথাও জানালেন মুখ্যমন্ত্রী। বললেন, প্রতি বুথের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ। সবমিলিয়ে ৮ হাজার কোটি টাকার বেশি খরচ হবে। এই কাজের জন্য রাজ্যস্তরে মু্খ্যসচিবের নেতৃত্বে তৈরি হবে টাস্ক ফোর্স। জেলাস্তরেও এই টাস্ক ফোর্স তৈরি হবে। ২ মাস ধরে কাজের মাঝে পুজোয় ১৫ দিন ছুটি থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen