ফের বিপত্তি! দিল্লিতে অবতরণ করার পরেই আগুন ধরে গেল এয়ার ইন্ডিয়ার বিমানে

অবতরণ করার পরেই আগুন ধরে গেল বিমানের ছোট ইঞ্জিনে। তবে যাত্রী এবং বিমানের কর্মীরা নিরাপদেই বিমান থেকে নেমেছেন। তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন।

July 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: ফের দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান (Air India flight)! এআই৩১৫ বিমানটি মঙ্গলবার হংকং থেকে দিল্লিতে (Delhi) অবতরণ করে। বিমানবন্দরে (Indira Gandhi International Airport ) অবতরণ করার পরেই আগুন ধরে গেল বিমানের ছোট ইঞ্জিনে। তবে যাত্রী এবং বিমানের কর্মীরা নিরাপদেই বিমান থেকে নেমেছেন। তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন।

এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, এআই৩১৫ বিমানটি মঙ্গলবার হংকং থেকে দিল্লিতে অবতরণ করে। তার কিছু ক্ষণ পরেই বিমানটির অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট (এপিইউ)-তে আগুন লেগে যায়। তার পরেই সেটি স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যায়। প্রযুক্তিগত ভাবে সেই ব্যবস্থাই করা রয়েছে বিমানে। যখন তাতে আগুন লাগে, তখন যাত্রীরা বিমান থেকে অবতরণ করছিলেন। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, কী ভাবে আগুন লাগল, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen