মমতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, অনুপমের বিরুদ্ধে FIR তৃণমূল উদ্বাস্তু সেলের

তাঁর এই মন্তব্য নিয়েই বিভিন্ন মহলে উঠেছে সমালোচনার ঝড়। এবার তাঁকে আইনি প্যাঁচেও পড়তে হচ্ছে।

September 28, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য। বিজেপি সর্বভারতীয় যুগ্ম সম্পাদক অনুপম হাজরার বিরুদ্ধে এফআইআর দায়ের করল রাজ্যের তৃণমূল উদ্বাস্তু সেল। সোমবার সকালেই শিলিগুড়ি কমিশনারেটের সামনে সেলের সদস্যরা বিক্ষোভ দেখান। এরপর অনুপম হাজরার বিরুদ্ধে তাঁরা অভিযোগ দায়ের করেন। দলের নতুন পদে বসেই রবিবার অনুপম মন্তব্য করেছিলেন, “আমার করোনা হলে ঠিক করে নিয়েছি প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব।” বারুইপুরের কর্মসূচি থেকে তাঁর এই মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হতেই আইনি পথে হাঁটল উদ্বাস্তু সেল।

পশ্চিমবঙ্গ তৃণমূল উদ্বাস্তু সেলের পক্ষ থেকে রাজ্য সভাপতি মুকুল বৈরাগ্য রবিবার এক প্রেস বিবৃতিতে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনুপম হাজরার কুরুচিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে আগামীকাল সকালেই শিলিগুড়ি থানায় এফআইআর দায়ের করা হবে। সেইমতোই এদিন সকাল সকাল শিলিগুড়ির কমিশনারেটের সামনে তাঁরা উপস্থিত হন। সঙ্গে ছিলেন সংগঠনের মহিলা শাখার সদস্যরা। থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা। মূলত উদ্বাস্তু সেলের মহিলা সদস্যদের তরফেই এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। বিক্ষোভ চলাকালীন তাঁরা দাবি তোলেন, রাজ্যের প্রশাসনিক প্রধানের প্রতি এমন কুরুচিকর মন্তব্যের জন্য গ্রেপ্তার করা হোক বিজেপির সর্বভারতীয় যুগ্ম সম্পাদক অনুপম হাজরাকে। এই হুঁশিয়ারিও দেন যে গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলন চালাবে উদ্বাস্তু সেল।

রবিবার বারুইপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন অনুপম হাজরা। সদ্যই তিনি বিজেপি সর্বভারতীয় স্তরে যুগ্ম সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। আর তারপরই লাগামছাড়া মন্তব্য়ের প্রবণতা আরও বেড়েছে বলে অভিযোগ বিরোধীদের। বারুইপুরে তাঁর সভায় বহু মানুষকেই মাস্ক ছাড়া দেখতে পাওয়া যায়। এমনকী খোদ অনুপম হাজরার মুখেও মাস্ক ছিল না।স্বাভাবিকভাবেই তাঁকে কোভিড বিধি না মানার বিষয়ে প্রশ্ন করা হয়। সেই উত্তরে অনুপম বলেন, “আমার করোনা হলে ঠিক করে নিয়েছি প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব।” তাঁর এই মন্তব্য নিয়েই বিভিন্ন মহলে উঠেছে সমালোচনার ঝড়। এবার তাঁকে আইনি প্যাঁচেও  পড়তে হচ্ছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen