Weather Update: সপ্তাহান্তে ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে, কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা?
July 23, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার ফলে বৃহস্পতিবার ও শুক্রবার বাড়বে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ২৪ ও ২৫ জুলাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং- এ রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। শনিবারের পর থেকে বৃষ্টি কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।