নাম না করে UN-এ পাকিস্তানকে সন্ত্রাসে মদতদাতা বলে আক্রমণ ভারতের
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় শান্তিপূর্ণ সমাধানের গুরুত্ব নিয়ে বৈঠকে আলোচনা হয়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০৪: নাম না উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে এক হাত নিল ভারত।
পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ তুলেছে ভারত। মঙ্গলবার ভারত নিজের অবস্থান স্পষ্ট করেছে। জানিয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে কোনওরকম ছাড় নয়। ‘জিরো টলারেন্স’ নীতিতেই অনড় থাকবে ভারত।
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় শান্তিপূর্ণ সমাধানের গুরুত্ব নিয়ে বৈঠকে আলোচনা হয়। ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বতনেনি পাকিস্তানের নাম না-করে সরাসরি সন্ত্রাসে মদতের অভিযোগ তোলেন। তাঁর কথায়, ভারত যেখানে সহমর্মিতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে, কিছু দেশ সন্ত্রাসবাদ ও মৌলবাদের পথে হাঁটছে। তিনি বলেন, “ভারত সবসময় শান্তি ও ন্যায়ের পক্ষে আন্তর্জাতিক সহযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করে। আমরা পরিণত গণতন্ত্রের দেশ, যেখানে দ্রুত বিকাশ হচ্ছে। আর কিছু দেশ রয়েছে, যারা একদিকে সন্ত্রাসীদের আশ্রয় দেয় আর অন্যদিকে জাতিসংঘে দাঁড়িয়ে শান্তির ভাষণ দেয়।”
উঠে আসে পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) প্রসঙ্গও। ভারতের পাল্টা জবাব অপারেশন সিঁদুরের কথাও উঠে এসেছে আলোচনায়। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলে ১০ মে পর্যন্ত। হরিশ পার্বতনেনি জানান, পাকিস্তান অনুরোধ করায় সংঘর্ষে বিরতিতে রাজি হয় ভারত।