দু’দিন না-পেরোতেই নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০৬: সকলকে চমকে দিয়ে দেশের উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। এবার নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন। নতুন যিনি উপরাষ্ট্রপতি হবেন, তিনি পুরো পাঁচ বছরের জন্যই পদে থাকবেন। ধনখড়ের ছেড়ে দেওয়া দু’বছরের জন্য নয়। অর্থাৎ ২০৩০ সালে অবধি তাঁর মেয়াদ থাকবে।
কমিশন জানিয়েছে, সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ অনুযায়ী তারা উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করবে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। বুধবার কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে। সম্প্রতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছে কমিশন।
এখন ইলেক্টোরাল কলেজ তৈরির কাজ চলছে। উল্লেখ্য, লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত এবং মনোনীত সাংসদদের নিয়েই ইলেক্টোরাল কলেজ গঠিত হয়। কারা রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার হবেন, তাদের নাম চূড়ান্ত করা হচ্ছে।
তবে সংখ্যার হিসাবে সরকার পক্ষের প্রার্থীর জয় অবধারিত। বিরোধিতার প্রশ্নে নিজেদের প্রার্থী হয়তো দেবে বিরোধী জোট ইন্ডিয়া। সূত্রের খবর, বিরোধীরাও প্রার্থী দেওয়ার কথা ভাবছেন।