সাউথ ইউনাইটেড এফসি’কে ৫-০ গোলে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু করল ইস্টবেঙ্গল

July 23, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
East Bengal kick off Durand campaign with 5-0 win over South United FC

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪০: সাউথ ইউনাইটেড এফসি’কে ৫-০ গোলে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। প্রথম মিনিট থেকেই উজ্জীবিত ফুটবল উপহার খেলতে থাকে ইস্টবেঙ্গল। বলা চলে লাল-হলুদ ঝড়ে একেবারে নাজেহাল হয়ে পড়ে বেঙ্গালুরুর সুপার ডিভিশনের দলটির ডিফেন্স। ৪ মিনিটে সাউথ ইউনাইটেডের বক্সে ভালো জায়গায় পৌঁছে যান এডমন্ড। সাউথ ইউনাইটেডের ডিফেন্স সজাগ থাকায় তখনকার মতো বিপদ হয়নি। ১০ মিনিটে অদ্ভুত এক কাণ্ড ঘটে। ইউনাইটেড গোলকিপারের হাত থেকে বল ফসকে যায়। বল চলে যায় এডমন্ডের কাছে। তিনি জোরাল শটও নেন। কিন্তু দেখা গেল, গোললাইনে দাঁড়িয়ে তাঁরই সতীর্থ ডেভিড। তাঁর গায়ে না লাগলে নিশ্চিতভাবে বল ঢুকে যেত গোলে। এর ঠিক দু’মিনিট পর লালচুংনুঙ্গার দূরপাল্লার বিশ্বমানের শটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

গোলের পর আরও উজ্জীবিত হয়ে খেলতে থাকে মশাল বাহিনী। ১৮ মিনিটে সল ক্রেসপোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২১ মিনিটে সুযোগ হারান ডেভিড। ৩৪ মিনিটে ক্রেসপো আবারও মিস করেন। এরপর পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি ২৯ বছর বয়সি স্প্যানিশ তারকা ক্রেসপো। ২ গোলে এগিয়ে বিরতিতে যায় লাল-হলুদ। দ্বিতীয়ার্ধে বিপিন সিং, মহেশ আর‍ও গোল করে এগিয়ে দেয় দলকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen