Gujarat Scam: গুজরাতে টয়লেট নির্মাণে ২ কোটির দুর্নীতি!

গুজরাতের ভারুচ জেলায় শৌচাগার নির্মাণে অন্তত ২ কোটি টাকার সরকারি তহবিল ভুয়ো আবেদন দেখিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে।

July 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
2 crores corruption in toilet construction in Gujarat!
2 crores corruption in toilet construction in Gujarat!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: গুজরাতের (Gujarat) ভারুচ (Bharuch) জেলায় একের পর এক দুর্নীতি (Scam) সামনে আসছে। সম্প্রতি আলোড়ন ফেলে দেওয়া ৭.৩ কোটি টাকার ১০০-দিনের-কাজ (NREGA) দুর্নীতির পর এবার শৌচাগার নির্মাণে সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ উঠেছে। অনুমান করা হচ্ছে, অন্তত ২ কোটি টাকার সরকারি তহবিল ভুয়ো আবেদন দেখিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে।

এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন প্রবীণ মোদী (Pravin Modi) নামক এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। তিনি তথ্যের অধিকার আইনে (RTI – Right to Information Act) আবেদন করে এই দুর্নীতির হদিস পান।

প্রবীণ মোদীর অভিযোগ, অঙ্কলেশ্বর পৌরসভা (Ankleshwar Municipality) থেকে বিয়ের সার্টিফিকেট (Marriage Certificates) পাওয়ার জন্য জমা দেওয়া নথিপত্র ব্যবহার করেই টয়লেট নির্মাণের অনুদান পাওয়ার আবেদন করা হয়। অথচ ওই প্রকল্পের জন্য আবেদনকারীরা প্রকৃতপক্ষে কেউই আবেদন করেননি। অর্থাৎ সম্পূর্ণ ভুয়ো আবেদন জমা পড়েছে এবং তার ভিত্তিতে টাকা ছাড়াও হয়েছে।

এই কেলেঙ্কারির পেছনে সরকারি আধিকারিক এবং পাঁচটি এজেন্সির হাত থাকার সম্ভাবনা প্রবল বলে দাবি করছেন প্রবীণ মোদী। তাঁর কথায়, “এ এক জালিয়াতির জাল, যেখানে সরকারি আধিকারিক এবং বেসরকারি সংস্থা মিলে সাধারণ মানুষের টাকায় দুর্নীতি চালাচ্ছে।”

গুজরাতে বিজেপি সরকারের আমলে একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসছে। কখনও ১০০-দিনের-কাজে , কখনও কৃষক ঋণে, আবার কখনও শৌচাগার নির্মাণে। এই ঘটনাগুলি প্রমাণ করে যে সেই রাজ্যের প্রশাসন কার্যত দুর্নীতির গহ্বরে ডুবে আছে।

জনগণের করের টাকা যেভাবে আত্মসাৎ হচ্ছে, তাতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে, এই সব দুর্নীতির বিরুদ্ধে বিজেপি সরকার আদৌ কোনও পদক্ষেপ নেবে কী না, নাকি সবটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা চলবে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen