হাইকোর্টের নয়া OBC তালিকায় স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে Supreme Court-এ রাজ্য, দায়ের মামলা

ওবিসি তালিকা সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার।

July 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
State files case in Supreme Court challenging High Court's stay on new OBC list
State files case in Supreme Court challenging High Court’s stay on new OBC list

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: ওবিসি তালিকা সংক্রান্ত (OBC) মামলায় কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হল রাজ্য সরকার। নয়া তালিকা নিয়ে কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে, দেশের শীর্ষ আদালতে তা বাতিলের আর্জি জানিয়েছে রাজ্য। দেশের প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।
জানা গিয়েছে, আগামী সোমবার ২৯ জুলাই মামলার শুনানি হতে পারে।

রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বৃহস্পতিবার দেশের প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি দায়েরের আর্জি জানান। তিনি বলেন, সমস্ত নিয়ম মেনে নতুন তালিকা তৈরি হয়েছে। অথচ হাইকোর্ট বলছে, নিয়ম মানা হয়নি।

অন্যদিকে, আজই ওবিসি তালিকা প্রকাশের ওপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। ৩১ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ বজায় ছিল। মেয়াদ বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করল কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত, ২০২৪ সালে কলকাতা হাইকোর্ট; ২০১০ সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয়। আদালতের নির্দেশে রাজ্য নতুন ওবিসি তালিকা তৈরি করে।
সেই তালিকাতেও হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থা অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছে রাজ্য। রাজ্য ও অনগ্রসর শ্রেণি কল্যাণ কমিশনের দাবি, সমস্ত নিয়ম মেনে সমীক্ষা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen