Mamata Banerjee: বাঙালি শ্রমিকদের ওপর নির্যাতনে বিস্ফোরক মমতা

মুখ্যমন্ত্রী লেখেন, “আমি হরিয়ানার গুরগাঁও-সহ বিভিন্ন জায়গা থেকে বাংলার বিভিন্ন জেলার বাংলা ভাষাভাষী মানুষের আটকের খবর ক্রমাগত পাচ্ছি।”

July 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Mamata Banerjee: Mamata is explosive on the torture of Bengali workers
Mamata Banerjee gets angry on the torture of Bengali workers

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: বাংলা ভাষাভাষী শ্রমিকদের (Bengali labourers) ওপর দেশের বিভিন্ন রাজ্যে লাগাতার নির্যাতনের অভিযোগ তুলে বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে তিনি অভিযোগ করেছেন, হরিয়ানা (Haryana) ও রাজস্থানের (Rajasthan) মতো রাজ্যে বাংলা থেকে যাওয়া গরীব বাংলা ভাষাভাষী শ্রমিকদের আটক, নিগ্রহ এবং বাংলাদেশে (Bangladesh) অবৈধভাবে ঠেলে দেওয়ার মত মারাত্মক ঘটনা সামনে আসছে।

মুখ্যমন্ত্রী (Chief Minister) লেখেন, “আমি হরিয়ানার গুরগাঁও-সহ বিভিন্ন জায়গা থেকে বাংলার বিভিন্ন জেলার বাংলা ভাষাভাষী মানুষের আটকের খবর ক্রমাগত পাচ্ছি।”

তিনি আরও জানান, “আমি আলাদা করে রাজস্থান-সহ অন্যান্য রাজ্য থেকেও এমন খবর পেয়েছি, যেখানে সব সঠিক নথিপত্র থাকা সত্ত্বেও বাংলার নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছে! আমাদের আধিকারিকদের কাছে তাদের বৈধ নথির কপি রয়েছে।”

মুখ্যমন্ত্রীর বিস্ফোরক দাবি, “এই সমস্ত রাজ্যে বাংলার নিরীহ, দরিদ্র, বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর চরম অত্যাচার (atrocities) চলছে।”

তিনি ক্ষোভ উগরে দিয়ে লেখেন, “এই ভয়াবহ নির্যাতন দেখে আমি স্তম্ভিত। এই ডাবল-ইঞ্জিন সরকারগুলির বাংলাবিদ্বেষী মানসিকতা ঠিক কী প্রমাণ করতে চায়? এটা ভয়ঙ্কর এবং ঘৃণ্য। আমরা এটা কোনওভাবেই সহ্য করব না।”

সবশেষে তিনি প্রশ্ন তোলেন, “ভাষার নামে এই সন্ত্রাস বন্ধ হবে, কী হবে না?”

রাজনৈতিক মহলে মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি করেছে। পর্যবেক্ষকদের মতে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্য সরকারের তরফে ব্যাখ্যা না এলে রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen