স্বাস্থ্যক্ষেত্রে এগিয়ে বাংলা, দেশের সেরা প্রসূতি হাসপাতালের মধ্যে অগ্রণী ন্যাশনাল মেডিক্যাল কলেজ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০: স্বাস্থ্যক্ষেত্রে এগিয়ে বাংলা, বলছে খোদ কেন্দ্রের তথ্য। বুধবার কেন্দ্র সরকার জানিয়েছে, লেবার রুম কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ প্রকল্পে ৯৭.৫০ শতাংশ নম্বর পেয়েছে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রসূতি লেবার রুম। উল্লেখ্য, এর আগেও ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রসূতি লেবার রুম ৮০ শতাংশ নম্বর পেয়েছিল।
দেশের সেরা প্রসূতি হাসপাতালের মধ্যে অন্যতম ন্যাশনাল মেডিক্যাল কলেজ। এর জন্য প্রায় ১২ লক্ষ টাকা আর্থিক পুরস্কার পাবে ন্যাশনাল মেডিক্যাল কলেজ। লেবার রুম কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ প্রকল্পে প্রতিটি হাসপাতালের প্রসূতি বিভাগ খতিয়ে দেখা হয়। প্রসূতি বিভাগের বেড কেমন, রোগীর কোনও অসুবিধা হচ্ছে কি-না, প্রসূতিদের যথেষ্ট নিরাপত্তা রয়েছে কি-না ইত্যাদি খতিয়ে দেখা হয়।
গত জুন মাসে দিল্লির একটি দল ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে পরিদর্শনে এসেছিল। বুধবার প্রকাশিত ফলে দেখা গিয়েছে, ন্যাশনাল মেডিক্যাল কলেজের ম্যাটারনিটি ওটি-ও দারুণ ফলাফল করেছে, প্রাপ্ত নম্বর ৯০.৮৩ শতাংশ।