ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে ‘ভারত গৌরব’ সন্মান পাচ্ছেন পি. আর. শ্রীজেশ, ‘প্রাইড অফ বেঙ্গল’ পাচ্ছেন সঙ্গীতা বাঁশফোড়

July 25, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২১: প্রতিবছরের মতো এই বছরেও ধুমধাম করে অনুষ্ঠিত হতে চলেছে শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal)প্রতিষ্ঠা দিবস। ১৯২০ সালে পয়লা  আগস্ট প্রতিষ্ঠিত হয় এই ঐতিহাসিক ক্লাব। এই বছর ১০৬তম বছরে পা দিতে চলেছে লেসলি ক্লডিয়াস সরণির এই ক্লাব।
এই দিনে প্রথা মেনে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে ক্রীড়া জগতের একাধিক ব্যক্তিত্বদের সম্মান জানানো হয়। ঠিক সেইমতো এবারেও পয়লা আগস্ট  শুক্রবার সারাদিন ধরে রয়েছে একাধিক কর্মসূচি। একনজরে দেখেনিন কী কী অনুষ্ঠান রয়েছে সেই দিন। এবং কারা কারা এই দিন পাচ্ছেন বিশেষ সম্মান!

সকাল ১১.৩০ মিনিটে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরী, শৈলেশ বসু নশা সেনের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন এবং ক্লাবের পতাকা উত্তোলন অনুষ্ঠান। বিকেল ৪.০০ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্রীড়া জগতের গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস(Arup Biswas) ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)।

এই অনুষ্ঠানে  যাঁদেরকে সম্মানিত করা হবে তাঁরা হলেন-

এই বছর ‘ভারত গৌরব’ সম্মান পাচ্ছেন প্রাক্তন ভারতীয় হকি টিমের অধিনায়ক  পি. আর. শ্রীজেশ(P.R.Sreejesh)। অতীতে যিনি পদ্মভূষণ সম্মান পেয়েছেন বর্তমানে ভারতীয় জাতীয় হকি দলের কোচ।

ডাঃ রমেশ চন্দ্র (নশা) সেন মেমোরিয়াল ‘জীবনকৃতি সম্মানে সম্মান পাচ্ছেন প্রাক্তন অধিনায়ক শ্রী সত্যজিৎ মিত্র।

ব্যোমকেশ বোস মেমোরিয়াল জীবনকৃতি সম্মান পাচ্ছেন  অধিনায়ক মিহির বসু।

অজয় বোস মেমোরিয়াল ‘সাংবাদিক সম্মানে সম্মানিত করা হবে ডাঃ পল্লব বসু মল্লিককে।

পুষ্পেন সরকার মেমোরিয়াল ‘আলোকচিত্রী সম্মানে সম্মানিত করা হবে শ্রী উৎপল সরকারকে।

পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল ‘রেফারি সম্মানে পাচ্ছেন করুনা চক্রবর্তী।

প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল ‘রেফারি’ সম্মানে সম্মানিত করা হবে শ্রী কার্তিক ইন্দুকে।

বনোয়ারীলাল রায় মেমোরিয়াল ‘বছরের সেরা ফুটবলার’ সম্মান পাচ্ছে  সৌভিক চক্রবর্তী(Souvik Chakrabarty) এবং সৌম্যা গুগুলথ।

জীবন চক্রবর্তী মেমোরিয়াল ‘বছরের সেরা উদীয়মান খেলোয়াড় সম্মান পাচ্ছে  পি . ভি . বিষ্ণু(P.V Vishnu)।

গোপাল বোস মেমোরিয়াল বছরের সেরা ক্রিকেট খেলোয়াড়ের  সম্মান পাচ্ছেন  কনিস্ক শেঠ।

স্বপন বল মেমোরিয়াল ‘ সেরা সমর্থক’ সম্মান পাচ্ছেন ননী গোপাল বণিক।

‘প্রদীপ কুমার ব্যানার্জি মেমোরিয়াল সম্মান পাচ্ছেন সঞ্জয়  সেন এবং অ্যান্টনি আন্দ্রেউস।

‘প্রাইড অফ বেঙ্গল’ সম্মানে সম্মানিত করা হবে ইস্টবেঙ্গল ক্লাব এবং ভারতীয় মহিলা ফুটবল টিমের খেলোয়াড়  সঙ্গীতা বাঁশফোড় কে।

আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার শ্রী আরণ্যক ঘোষ কে প্রতিভার স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মানে সম্মানিত করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen